চট্টগ্রাম টেস্টের আগে বাংলাদেশ শিবিরে বড় ধাক্কা
২৮ অক্টোবর ২০২৪ ১৮:৩৪ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ১৮:৪৫
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট হেরে দুই ম্যাচের সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। রাত পোহালে চট্টগ্রামে শুরু হবে দুই দলের দ্বিতীয় টেস্ট। তার আগে বাংলাদেশ শিবিরে বড় ধাক্কা। মিরপুরে দারুণ একটা ইনিংস খেলা উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী আনিক ছিটকে গেলেন চট্টগ্রাম টেস্ট থেকে। তার জায়গায় দলে ডাকা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনকে।
সোমবার (২৮ অক্টেবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বলা হয়েছে গতকাল দলীয় অনুশীলনের সময় পুরনো চোটের জায়গায় নতুন করে আঘাত পেয়েছেন জাকের। যাতে চট্টগ্রাম খেলা হচ্ছে না তার।
জাকেরে চোট বিষয়ে বিসিবির চিকিৎসক বায়েজদুল ইসলাম খান বলেছেন, ‘গতকাল (রোববার) অনুশীলনে ব্যাট করতে গিয়ে জাকের আলীর চোট লেগেছিল। তার এই আঘাত আগেও ছিল এবং এখনও উপসর্গ দেখাচ্ছে। তার পূর্ববর্তী আঘাতের রেকর্ডের পরিপ্রেক্ষিতে, পুনরুদ্ধারে কিছুটা সময় লাগতে পারে। ক্লিনিকাল ফলাফলের ভিত্তিতে তাকে দ্বিতীয় টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে।’
মিরপুর টেস্টেই অভিষেক ক্যাপ পেয়েছেন জাকের। প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংসে মেহেদি হাসান মিরাজের সঙ্গে দুর্দান্ত একটা জুটি গড়েছিলেন। দলের বিপদে সপ্তম উইকেটে ১৩৮ রানের জুটি গড়েন দুজন। ১১১ বল খেলে ৭টি চারে ৫৮ রান করে আউট হয়েছিলেন জাকের।
মাহিদুল অঙ্কন সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে বেশ ভালো ফর্মে আছেন। এখন পর্যন্ত ৪৩টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা মাহিদুল রান করেছেন ১৯৩৪। চলতি জাতীয় লিগে একমাত্র ইনিংসে সেঞ্চুরি করেছেন মাহিদুল। চট্টগ্রাম বিভাগের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে খেলেছেন ১১৮ রানের ঝলমলে একটা ইনিংস। এসবই তাকে জাতীয় দলের ডাক পাওয়াতে বড় ভূমিকা রাখল।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা চট্টগ্রাম টেস্ট মাঠে গড়াবে আগামীকাল। সিরিজের প্রথম টেস্টসটি ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ।
সারাবাংলা/এসএইচএস