চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে থাকা জাকির জাতীয় লিগ খেলছেন সিলেটে!
২৬ অক্টোবর ২০২৪ ১৫:৩৫ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১৭:৪০
সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা চট্টগ্রাম টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর। আজ দুপুরে বন্দরনগরীতে গিয়ে পৌঁছেছে দুই দল। জাকির হাসানেরও যাওয়ার কথা ছিল। কারণ চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ স্কোয়াডে আছেন জাকির। কিন্তু জাকির সিলেটে গিয়ে জাতীয় লিগের ম্যাচ খেলছেন সিলেট বিভাগের হয়ে!
চট্টগ্রাম টেস্টে জাকিরের একাদশে থাকার সম্ভবনা কম বলে নাকি তাকে জাতীয় লিগ খেলতে ছেড়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট! জাতীয় লিগের ম্যাচে সিলেটকে নেতৃত্বই দিচ্ছেন জাকির। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের ম্যানেজার ওয়াসিকুজ্জামান।
তিনি বলেন, ‘চট্টগ্রাম টেস্টে খেলার সম্ভবনা কম বলে জাকিরকে ছাড়া হয়েছে। সে খেলছে এবং অধিনায়কত্ব করছে।’
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মিরপুর টেস্টের একাদশে ছিলেন না জাকির। অনেকদিন যাবতই রানের জন্য ভোগা তরুণ ওপেনার সর্বশেষ নয় ইনিংসে একটিও ফিফটি পাননি। তার জায়গায় মিরপুর টেস্টে সুযোগ পেয়ে বেশ ভালো ব্যাটিং করেছেন আরেক তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়।
সারাবাংলা/এসএইচএস