Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অধিনায়কত্ব থেকে অব্যাহতি নিতে চান নাজমুল

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৪ ১৬:১৮ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১৭:৩৯

পূর্ন মেয়াদে তিন সংস্করণে বাংলাদেশের নেতৃত্ব নাজমুল হোসেন শান্তর কাঁধে উঠেছে আট মাস হলো। তার নেতৃত্বে টেস্টে স্মরণীয় কিছু সাফল্য পেয়েছে বাংলাদেশ। কিন্তু এই সময়ে নাজমুল ব্যাট হাতে ছিলেন নিস্প্রভ। তাতেই বুঝি অধিনায়কত্বের প্রতি মন উঠে গেল নাজমুল হোসেন শান্তর! ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের খবর, তিন সংস্করণেই বাংলাদেশ দলের নেতৃত্ব ছাড়তে চান নাজমুল।

ব্যাটিংটা ভালো হচ্ছে না ইদানিং, ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দিতে চান বলেই হয়তো এমন কথা ভাবছেন বাংলাদেশের তরুণ অধিনায়ক। নাজমুল নাকি বোর্ডকে তা জানিয়েও দিয়েছেন। জানিয়েছেন, চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে অধিনায়কত্ব ছাড়তে চান তিনি।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, ‘সে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর আর দলকে নেতৃত্ব দিতে চায় না বলে জানিয়েছেন।’ শান্তও অস্বীকারণ করেননি বিষয়টি। বলেছেন, ‘দেখা যাক কী হয়, কারণ এখনো বোর্ড সভাপতির কাছ থেকে কিছু শুনিনি।’

ওমরাহ করতে এই মুহূর্তে দেশের বাইরে আছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। ওমরাহ শেষে ফিরলে নাজমুলের সঙ্গে বৈঠক হওয়ার কথা বোর্ড সভাপতির। শোনা যাচ্ছে, নাজমুলকে এই সিদ্ধান্ত থেকে ফিরে আসার কথা বলা হবে। শেষ পর্যন্ত যদি সেই প্রচেষ্টায় সফল না হওয়া যায় তাহলে টেস্ট ও ওয়ানডের পরবর্তী অধিনায়ক হিসেবে মেহেদি হাসান মিরাজ ও টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে তাওহিদ হৃদয়ের নাম শোনা যাচ্ছে।

ক্রিকবাজের খবর অনুযায়ী, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই এই সংস্করণে নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন শান্ত। কিন্তু এখন সিদ্ধান্ত পাল্টে তিন সংস্করণের নেতৃত্বই ছাড়তে চান তিনি। গত ফেব্রুয়ারিতে তিন সংস্করণের জন্য পূর্ণ মেয়াদে নেতৃত্ব পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত।

বিজ্ঞাপন

তার নেতৃত্বে ৯টি টেস্ট খেলে ৩টিতে জিতেছে বাংলাদেশ। এর মধ্যে একটি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়। বাকি দুটি পাকিস্তানে গিয়ে সিরিজ জয়। ওয়ানডেও খেলেছে ৯টি, তাতে জয় ৩টি। শান্তর নেতৃত্বে বাংলাদেশ সবচেয়ে বেশি খেলেছে টি-টোয়েন্টি। ২৪টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ, তাতে জয় ১০টি, হার ১৩টি, বাকি ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।

তবে অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে তার ব্যাটিংটা একদমই ভালো হয়নি। ক্যারিয়ার গড় যেখানে ২৮.৮৫, সেখানে অধিনায়ক হিসেবে শান্তর গড় ১৮.৭৬। টেস্টে ক্যারিয়ার গড় ২৮.৬৮, আর অধিনায়ক হিসেবে ২৫.৭৬। তবে ওয়ানডেতে ক্যারিয়ার গড় ৩৩.২৯ হলেও অধিনায়ক হিসেবে গড় ৫২।

সারাবাংলা/এসএইচএস

নাজমুল হোসেন শান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর