সাকিবের সঙ্গে তুলনা পছন্দ হচ্ছে না মিরাজের
২৪ অক্টোবর ২০২৪ ১৯:১১ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ২১:২৩
‘পরবর্তী’ সাকিব আল হাসান হিসেবে মেহেদি হাসান মিরাজকে নিয়ে আলোচনা অনেক বছর আগের। ইদানীং সেটা আরও বেড়েছে। তার কারণ একে তো সাকিবের ক্যারিয়ারের শেষ সময় চলছে, অন্য দিকে মিরাজও ইদানীং ব্যাট-বল দুই বিভাগেই দলের হয়ে পারফর্ম করছেন। যেমনটা বছরের পর বছর ধরে বাংলাদেশের হয়ে করে গেছেন সাকিব। তবে সাকিবের সঙ্গে তুলনাটা একদমই পছন্দ হচ্ছে না মিরাজের।
বলেছেন, সাকিব আল হাসান একজন কিংবদন্তি। তার সঙ্গে তুলনাটা নিজের জন্য আনন্দের নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই টেস্টে ব্যাট হাতে মিরাজই বাংলাাদেশের পক্ষে সেরা পারফরমার। দ্বিতীয় ইনিংসে অল্পের জন্য সেঞ্চুরি মিস করা মিরাজ করেছেন ৯৭ রান। দল দ্রুত উইকেট হারিয়ে বিপদে পরলে শেষের দিকের ব্যাটারদের নিয়ে লড়ােই করেছেন মিরাজ।
তাতেই সাকিবের সঙ্গে তার তুলনাটা উঠছে। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলছিলেন, ‘আমি রান করা শুরু করেছি মাত্র এক-দুই বছর, ধারাবাহিকভাবে যদি রান করা দেখেন। সাকিব ভাই শুরু থেকেই রান করেছেন। সাকিব ভাইয়ের জায়গায় সাকিব ভাই, আমি আমার জায়গায়। একজন খেলোয়াড়ের সঙ্গে আরেকজনের তুলনা না করাই ভালো বলে আমার মনে হয়। আমরা জানি, সাকিব ভাইয়ের অর্জন কতটা। আর আমি ৭-৮ নম্বরে ব্যাট করি। সাকিব ভাই সব সময় টপ অর্ডারে ব্যাটিং করেছেন। আমারও যখন সময় আসবে, তখন আমি চেষ্টা করব, দলের প্রয়োজনে ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব।’
অল্পের জন্য সেঞ্চুরি মিস করার হতাশা গোপন করেননি মিরাজ। তবে সেঞ্চুরির চেয়েও তার বেশি মনোযোগ ছিল দলের বড় লিড দাঁড় করানো। সেটা হলো না বলেই বেশি মন খারাপ মিরাজের, ‘সেঞ্চুরি মিস হলে ব্যাটসম্যানের অবশ্যই খারাপ লাগে। অবশ্যই খারাপ লেগেছে। তবে সেঞ্চুরির চেয়ে আমি যে পরিকল্পনায় খেলছিলাম, সেটা যদি কার্যকর করতে পারতাম, তাহলে আরও ভালো লাগত। আমি সেঞ্চুরি নিয়ে অতটা চিন্তা করিনি। চিন্তা করেছিলাম, দলকে কত দূর নিতে পারি।’
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল ১০৬ রানে। পরে দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসটা নিয়ে যায় ৩০৮ রানে। মিরাজ টেস্টে বল হাতে খুব একটা সুবিধা করতে পারেননি। দুই ইনিংসে উইকেট নিয়েছেন দুটি। বোলিংয়ের ব্যর্থতা স্বীকার করলেন মিরাজও।
বলেছেন, ‘আমরা ব্যাটসম্যানরা রান করতে পারিনি। দ্বিতীয় ইনিংসের রানটা প্রথম ইনিংসে হলে ম্যাচটা ভিন্ন হতে পারত। দুই সেশনের আগেই অলআউট হয়ে গিয়েছি। এ জন্য পিছিয়ে পড়েছি। আর টেস্ট ক্রিকেটে প্রথম ইনিংস খুবই গুরুত্বপূর্ণ।’
‘আমরা যদি আরও ভালো বোলিং করতাম, বিশেষ করে আমি; নাঈম যদি আরও ভালো বোলিং করত, তাহলে প্রশ্ন উঠত না। আমিও ভালো করিনি। আমি যদি ভালো করতাম, যে জিনিসটা দল প্রত্যাশা করে, ৬-৭ উইকেট নেব, ম্যাচ জেতাব। কিন্তু আমি প্রথম ইনিংসে শুরুর দিকে উইকেট নিতে পারিনি। তখন আমরা পিছিয়ে পড়েছি।’- যোগ করেছেন তরুণ অলরাউন্ডার।
সারাবাংলা/এসএইচএস