বাংলাদেশকে অনায়াসেই হারাল দক্ষিণ আফ্রিকা
২৪ অক্টোবর ২০২৪ ১২:৩৯ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ১৩:০০
প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে গিয়ে মিরপুর টেস্টে অনেক আগেই পিছিয়ে পরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে মেহেদি হাসান মিরাজ ও জাকের আলী অনিকের ব্যাটে ঘুরে দাঁড়ানোর বার্তা পাওয়া গিয়েছিল। কিন্তু সেই প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিরপুর টেস্টে বাংলাদেশকে সহজেই হারাল দক্ষিণ আফ্রিকা।
দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের সামনে ১০৬ রানের লিড দাঁড় করে প্রোটিয়ারা। মিরপুরের পিচ যেমন আচরণ করছিল তাতে এই রান পেরুনো যে খুব কঠিন কাজ না সফরকারীরা সেটা প্রমাণ করলেন দারুণভাবে। মাত্র ৩ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। শুরু হবে ২৯ অক্টোবর থেকে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১০৬ রানের পুঁজি নিয়ে ম্যাচ জিততে হলে শুরুতেই প্রোটিয়াদের ধাক্কা দিতে হতো বাংলাদেশকে। সেখানেই ব্যর্থ স্বাগতিকরা। প্রথম উইকেট জুটিতে দ্রুত ৪২ রান তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা।
তাইজুল ইসলাম অবশ্য দারুণ প্রচেষ্টা দেখিয়েছেন। দক্ষিণ আফ্রিকার পতন হওয়া তিনটি উইকেটই তুলে নিয়েছেন তিনি। লিডটা বড় হলে একটা সুযোগ ছিলই, এমন বার্তাও হয়ত দিতে পারলেন তাইজুল। ২৭ বলে ২০ রান করা এইডেন মার্করামকে ফিরিয়ে প্রোটিয়াদের প্রথম ধাক্কা দিয়েছিলেন তাইজুল।
২৬ রানের ব্যবধানে আরও দুই উইকেট তুলে নিয়েছিলেন তাইজুল। কিন্তু ততোক্ষণে জয়ের অনেক কাছাকাছি পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ২২ ওভার ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছেন সফরকারীরা। তাইজুল ১১ ওভারে ৪৩ রান খরচায় নিয়েছেন ৩টি উইকেট।
এর আগে ৭ উইকেটে ২৮৩ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করা বাংলাদেশের দ্বিতীয় ইনিংস আজ গুটিয়ে গেছে ৩০৭ রানে। অল্পের জন্য সেঞ্চুরি পাননি দুর্দান্ত খেলা মেহেদি হাসান মিরাজ। আউট হয়েছেন ৯৭ রানে। বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছিল মাত্র ১০৬ রানে। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে তোলে ৩০৮ রান।
সারাবাংলা/এসএইচএস