রাজনীতি করেছে বলে এরা খুনি?— সাকিব-মাশরাফিকে নিয়ে সালাউদ্দিন
১৮ অক্টোবর ২০২৪ ২০:২৬ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৩৭
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত বিষয় এখন সাকিব আল হাসান। টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়ে দেশের মাটিতে নিজের শেষ টেস্ট খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন সাকিব। নানান ঘটনার পর সাকিবকে রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন মিরপুর টেস্টের দলও ঘোষণা করে বিসিবি। এমনকি তিনি নিজের শেষ টেস্ট খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশের উদ্দেশে রওনাও দেন। কিন্তু দুবাই থেকে ফেরত যেতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা আইকনকে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
সালাউদ্দিন তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, ‘দেশের প্রতি, দেশের মানুষের প্রতি কখনই এতো রাগ বা কষ্ট লাগে নাই, আজ কেন যেন লাগছে। আমরা মানুষ কি কখনও নিজেরা ভুল করি না? কেউ অনুতপ্ত হলে তাকে একটা সুযোগ দেওয়া উচিত। কিন্তু আমরা কেমন যেন হয়ে যাচ্ছি মানুষ হিসেবে, দয়া-মায়া জিনিসটা আমাদের মধ্যে থেকে উঠে গেছে।’
‘একটা মানুষ দেশের জন্য ১৭টা বছর কিছু না কিছু করেছে। আজ ক্রিকেট বিশ্ব আমাদের একটু সম্মান করে কাদের জন্য? তারা ক্রিকেট মাঠে নামতে পারবে না, এই কান্না তো সবাই দেখবে না। রাজনীতি করছে বলে এরা খুনি? এদের সাথে মিশেছেন? এরা কত মানুষের ভাত-কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে, জানেন আপনি? এরা কত অসহায় মানুষের চিকিৎসা করিয়েছে, সেটা কি জানেন?’
‘তারা স্ট্যাটাস না দেওয়ার কারণে আজ শত্রু। যখন মাশরাফি ৫টা অপারেশন করিয়ে দেশের জন্য লড়াই করছে, তা কি দেখছেন? সাকিব আঙুলে চিড় নিয়ে বোলিং করে গেছে, তামিম এক হাতে ব্যাটিং করে গেছে কাদের জন্য? দেশকে সবাই কম-বেশি ভালোবাসে, এদের ভালোবাসাটা হয়তো দেখা যায়ও না। এদের কাছ থেকে দেখেছি, এরা মানুষের উপকার ছাড়া কারও ক্ষতি করেনি। এরা খুনি না।’
‘খুব কষ্ট পাচ্ছি, এদের মাঠ থেকে বিদায় দেখতে পাব না। মানুষকে মাফ করুন, আল্লাহ আমাদের অনেক অপরাধ মাফ করে দেবেন। আমরা সবাই কম-বেশি অপরাধী। সম্মান কাউকে দিলে আপনি ও সম্মানিত হবেন।’
শেষ টেস্ট খেলতে সাকিবের দেশে ফিরতে না পারা নিয়ে এভাবেই হতাশা প্রকাশ করেছেন কোচ সালাউদ্দিন। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবালের নামও উল্লেখ করেছেন দেশের নামকরা এই কোচ। সরকার পতনের পর আওয়ামী লীগ মনোনয়নে সাবেক সংসদ সদস্য মাশরাফির নামেও মামলা হয়েছে।
এদিকে, সরকারের উচ্চ পর্যায় থেকে আপাতত সাকিবকে দেশে আসার বিষয়ে নিরুৎসাহিত করা হয়। সাকিবের নিরাপত্তার কথা চিন্তা করেই এমনটা বলা হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সাকিব দেশের বাইরে। আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিবের নামে একটি হত্যা মামলাও হয়েছে। এদিকে, বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল সরকারের সবুজ সংকেত পেয়েই সাকিবকে দলে নেওয়া হয়।
সাকিবকে জাতীয় দলের হয়ে খেলতে না দেওয়ার দাবিতে কাল মিরপুর স্টেডিয়ামের সামনে বিক্ষোভ করেছেন একদল মানুষ। বিসিবি সভাপতির বরাবর তারা একটি স্মরকলিপিও দিয়েছেন। এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাকিবের কুশপুত্তলিকা দাহ করা হয়। এদিকে, আজ সাকিবের পক্ষে আবার মিরপুর স্টেডিয়ামের সামনে বিক্ষোভ করেছেন একদল সমর্থক।
সারাবাংলা/এসএইচএস