Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে এসেই মাঠে নেমে পরলেন শান্ত-লিটনদের নতুন কোচ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৪ ১৩:৪৭ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ ১৩:৫৩

চন্ডিকা হাথুরুসিংহেকে হঁটিয়ে ফিল সিমন্সকে হেড কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন কোচ বাংলাদেশে পা রেখেছেন সকালে। কয়েক ঘণ্টা পরই বাংলাদেশি ক্রিকেটারদের অনুশীলনে এসে হাজির ক্যারিবিয়ান এই কোচ।

বাস্তবতা কী নির্মম! বাংলাদেশ ক্রিকেটে অনেকদিন যাবত প্রভাববিস্তারকারী কোচ চন্ডিকা হাথুরুসিংহে গতকাল ক্রিকেটারদের সঙ্গে অনুশীলনে ছিলেন। আজ আর তিনি নেই, তার জায়গায় সিমন্স এসে হাজির!

বিজ্ঞাপন

গতকাল বিকেলে হাথুরুকে ছাঁটাই করে নতুন কোচ নিয়োগ দেওয়ার ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আজ সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান নতুন কোচ ফিল সিমন্স। কয়েক ঘণ্টা পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলনে দেখা গেছে তাকে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে কদিন ধরেই মিরপুরে অনুশীলন করছেন ক্রিকেটাররা।

প্রথম দিনে অনুশীলনে উপস্থিত হয়ে ক্রিকেটারদের সঙ্গে পরিচয়পর্ব সেরেছেন সিমন্স। আসন্ন সিরিজ নিয়ে টুকটাক কথাও বলেছেন।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ সকালেই বাংলাদেশ এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। মিরপুরে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ২১ অক্টোবর, চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্ট ২৯ অক্টোবর থেকে।

অসদাচরণের অভিযোগ তুলে গতকাল হাথুরুসিংহেকে প্রথমে শোকোজ পরে বহিস্কার করার কথা জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। হাথুরুসিংহেকে নিয়ে বোর্ডের একটা পক্ষের অসন্তোষ্টি অনেক পুরনো। কিছু ক্রিকেটারদেরও আপত্তি লংকান কোচকে নিয়ে।

এবার নতুন কোচের অধিনে বাংলাদেশ কেমন করে সেটাই দেখার বিষয়। আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত আপাতত দায়িত্ব পেয়েছেন ফিল সিমন্স।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

ফিল সিমন্স বিসিবি

বিজ্ঞাপন

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর