‘দেশের মাটিতে সাকিবের অবসর নেওয়ার ভালো সম্ভাবনা আছে’
৭ অক্টোবর ২০২৪ ২১:৫১ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৪০
আগামী মাসে দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে এই ফরম্যাট থেকে অবসর নেওয়ার কথা বলেছেন সাকিব আল হাসান। তবে তার পরের বিভিন্ন ঘটনা প্রবাহে মনে হচ্ছিল, সাকিবের দেশের মাটিতে অবসর নেওয়ার ইচ্ছা হয়ত পূরণ হবে না! আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ অবশ্য সাকিবের ইচ্ছার পক্ষেই কথাই বললেন। সাকিবের দেশের মাটিতে অবসর নেওয়ার ভালো সম্ভাবনা আছে, বলেছেন বোর্ড প্রধান।
আজ সোমবার (৭ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের এমন কথা বলেছেন ফারুক আহমেদ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে, সাকিবের ভালো সম্ভাবনা আছে দেশে এসে অবসর নেওয়ার।’
তবে চূড়ান্ত বিষয়গুলো সরকারের পক্ষ থেকে আসতে হবে, এমন কথাও বলেছেন বোর্ড প্রধান, ‘লিগ্যালটা তো আমি বলতে পারবো না। সর্বোচ্চ পর্যায় থেকে, আমি তো ছোট মানুষ, বোর্ড প্রেসিডেন্ট। আমার হাতে ক্ষমতা খুব কম। সাকিবের ব্যাপারটা পুরোপুরি সরকার থেকে আসতে হবে।’
একজন ক্রিকেটার হিসেবে বোর্ডের কাছে সাকিব সবকিছুই পাবেন, বলেছেন ফারুক আহমেদ। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী আছে, সরকার আছে, উপদেষ্টা আছে তারা সিদ্ধান্ত নেবে তার সামগ্রিক দায়িত্ব নেওয়ার। আমাদের যতটুকু ক্ষমতা, স্টেডিয়ামের ভেতর ও ইনডোরে যাবে, মাঠে খেলবে, অনুশীলন করতে যাবে; এই দায়িত্ব নেওয়াটা তো খুব সহজ। এটা আমরা নিতে পারবো।’
এর আগে সাকিবের নিরাপত্তা প্রশ্নে বিসিবি সভাপতি মন্তব্য করেছিলেন, বিসিবি কিন্তু পুলিশ নয়। নিরাপত্তা আলোচনাটি সাকিব প্রথমে তোলেন। ছাত্র-জনতা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর হত্যা মামলা হয়েছে আওয়ামী লীগ মনোনীত সাবেক সাংসদ সাকিবের নামে। আশুলিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত এক পোশাককর্মী হত্যা মামলায় আসামি করা হয়েছে সাকিবকে। অর্থাৎ দেশে ফিরে গ্রেপ্তার হওয়ার শঙ্কা আছে শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর থেকেই বিদেশে থাকা সাকিবের। দেশে এসে দেশের বাইরে যেতে না পারার শঙ্কা অর্থাৎ দেশ ত্যাগে নিষেধাজ্ঞায় পরার মতো শঙ্কাও আছে তার। সাকিব অবসর ঘোষণার পর জানিয়েছিলেন, এসব যাতে না হয় তিনি দেশে এসে খেলে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাতে ফিরে যেতে পারেন বিসিবি সেটা দেখছে।
সেই কথার প্রেক্ষিতেই বিসিবি সভাপতি বলেছিলেন, বিসিবি কিন্তু পুলিশ নয়। পরে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক প্রশ্নের উত্তরে সাকিবের রাজনৈতিক পরিচয়ের কথা তুলেছিলেন। তবে কদিন আগে সংযুক্ত আরব আমিরাত সফররত ক্রীড়া উপদেষ্টা সাকিবের দেশের মাটি থেকে অবসর নিতে পারা বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। এবার বিসিবি সভাপতিও ইতিবাচক মন্তব্য করলেন।
সারাবাংলা/এসএইচএস