গোয়ালিয়রে শান্তদের নিরাপত্তা দিবে ২৫০০ পুলিশ
৫ অক্টোবর ২০২৪ ১৪:২৯ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৪৪
আগামীকাল বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ভারতের গোয়ালিয়রে। এদিকে, অনেকদিন আগ থেকেই গোয়ালিয়রে বাংলাদেশের ম্যাচ অনুষ্ঠিত হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছে ভারতের হিন্দু ধর্মীয় কয়েকটি সংগঠন। তার প্রেক্ষিতে ম্যাচের দিন নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হবে ২৫০০ পুলিশ।
বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৫০০ পুলিশ মোতায়েনের বিষয়টি পুলিশের উচ্চপদস্থ এক কর্মকর্তা পিটিআইকে নিশ্চিত করেছেন।
এর আগে গোয়ালিয়রে কোনো ধরনের বিক্ষোভ মিছিল ও সামাজিক যোগাযোগমাধ্যমে উসাকনিমূলক প্রচারণায় নিষেধাজ্ঞা দিয়েছিল স্থানীয় জেলা ম্যাজেস্ট্রেট। এবার বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েনের ঘোষণা এলো।
গত জুলাইয়ে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালানো হয়েছে, এমন দাবি তুলে গোয়ালিয়রে বাংলাদেশের ম্যাচ হতে না দেওয়ার ঘোষণা দিয়ে আসছে ভারতের হিন্দু ধর্মীয় কয়েকটি সংগঠন। গোয়ালিয়রে ম্যাচের দিন ‘গোয়ালিয়র বন্ধ’র ডাক দিয়েছে হিন্দু মহাসভা নামের একটি সংগঠন। তবে শুরু থেকেই সংগঠনগুলোকে প্রশ্রয় দেয়নি ভারতের স্থানীয় প্রশাসন।
এর আগে কট্টরপন্থী সংগঠনগুলো উদ্দেশ্যে গোয়ালিয়র পুলিশের এক কর্মকর্তা বলেছিলেন, ‘আমরা গাছের একটা পাতাও নড়তে দেব না। এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন।’
স্টেডিয়ামের পাশাপাশি দুই দলের ক্রিকেটাররা যে হোটেলে অবস্থান করছেন সেগুলোও নিশ্চিদ্র নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে। গোয়ালিয়র জোনের ইন্সপেক্টর জেনারেল অরবিন্দ সাক্সেনা বলেন, ‘ম্যাচের দিন পুলিশ সদস্যরা বেলা ২টা থেকে রাস্তায় অবস্থান করবে। ম্যাচ শেষ হওয়ার পর দর্শকেরা বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে। নিষেধাজ্ঞা জারির পর নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি আমরা সামাজিক যোগাযোগমাধ্যমেও চোখ রাখছি।’
আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ-ভারত তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি। এই স্টেডিয়ামে এর আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। গোয়ালিয়রের এই স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৩০ হাজার।
সারাবাংলা/এসএইচএস