বিশ্বকাপের উদ্বোধনীতে বাংলাদেশের ১১৯
৩ অক্টোবর ২০২৪ ১৭:২৫ | আপডেট: ৩ অক্টোবর ২০২৪ ১৮:২৫
সময়ের হিসেবে প্রায় ১০ বছর ধরে বিশ্বকাপে জয় নেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ম্যাচের হিসেবে টানা ১৬ ম্যাচ। সেই ক্ষরা কাটানোর দারুণ একটা সুযোগ এবার এসেছে নিগার সুলতানা জ্যোতিদের সামনে। বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, শক্তির বিচারে যারা বেশ পিছিয়ে। তবে সে হিসেবে ব্যাটিং করতে পারল না বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে ১১৯ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ নারী দল। ৩৮ বলে সর্বোচ্চ ৩৬ রান করেছেন সুবহানা মোস্তারি। ওপেনার সাথি রানী ৩২ বলে করেছেন ২৯ রান।
এবারের নারী বিশ্বকাপটা হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। আজ শারজা ক্রিকেট স্টেডিয়ামে ‘স্বাগতিক’ হিসেবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ তাই খেলতে নেমেছে বাংলাদেশই।
টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ ওপেনিং জুটিতে ২৬ রান তুলেছে। মুরশিদা খাতুন একবার জীবন পেয়েও ইনিংস বড় করতে না পারায় এই জুটি ভেঙেছে পঞ্চম ওভারে। এরপর উইকেট হাতে রেখে খেলার চেষ্টা করেছে বাংলাদেশ। প্রথম দশ ওভারে তাই আর উইকেট পরেনি।
১২তম ওভারে অপর ওপেনার সাথি রানীকে হারায় বাংলাদেশ। ৩ চারে ৩২ বলে ২৯ রান করে ফেরেন সাথি। পরের ওভারে তাজ নেহার নিজের ভুলে রান আউট হলেও শেষ দিকে ঝড় তোলার সুযোগ ছিল বাংলাদেশের সামনে।
শেষ পাঁচ ওভারে বাংলাদেশের হাতে ছিল ৭ উইকেট। কিন্তু শেষ দিকে ঝড় তুলতে পারেননি কেউই। অনেকক্ষণ ধরে ক্রিজে থাকা সোবহানা ৩৮ বলে ৩৬ রান করে ফেরেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ১৮ বলে করেছেন ১৮ রান। অন্যরাও বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে ব্যর্থ হয়েছেন।
যাতে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রানেই থেমেছে বাংলাদেশ নারী দল।
সারাবাংলা/এসএইচএস