Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলেন সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৪ ১৮:২৯ | আপডেট: ২ অক্টোবর ২০২৪ ১৮:৩২

আগামী মাসে দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজটা খেলে টেস্ট ফরম্যাট থেকে অবসর নিতে চেয়েছেন সাকিব আল হাসান। কিন্তু দেশে ফিরে সাকিবের কী আসলেই বিদায়ী টেস্ট খেলা হবে? এমন আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছেই ফিরে গেলেন সাকিব।

মঙ্গলবার ভারত-বাংলাদেশের কানপুর টেস্ট শেষ হওয়ার পর বাংলাদেশের টেস্ট দলের সদস্যরা দেশের বিমান ধরেন। কিন্তু সাকিব দেশে না ফিরে চলে গেছেন যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে।

বিজ্ঞাপন

এই কানপুর টেস্টের আগেই হঠাৎ করে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব। জানিয়েছেন, টি-টোয়েন্টি তিনি আর খেলবেন না। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে টেস্ট খেলে এই ফরম্যাট থেকে অবসর নিয়ে নিতে চান। দেশের মাটিতে খেলে টেস্ট থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানান সাকিব। কিন্তু পরিস্থিতি যেদিকে এগুচ্ছে তাতে দেশে ফিরে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলা সাকিবের জন্য অনিশ্চয়তার।

শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই দেশের বাইরে আছেন আওয়ামী লীগের মনোনয়নে সাংসদ নির্বাচিত হওয়া সাকিব। এর মধ্যে তার নামে হত্যা মামলা হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে সাকিব পর্যাপ্ত নিরাপত্তা এবং সিরিজ খেলা নির্বিঘ্নে যুক্তরাষ্ট্রে যাতে ফিরে যেতে পারেন সেই নিশ্চয়তা চেয়েছেন।

এদিকে, বিসিবির পক্ষ থেকে  বলা হয়েছে নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা সরকারের। এরপর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ক্রিকেটার সাকিবকে নিরাপত্তা দিবে সরকার। কিন্তু সাকিবের যে একটা রাজনৈতিক পরিচয় আছে সেটাও স্মরণ করিয়ে দিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা। সব মিলিয়ে এই সময়ে দেশে এসে সাকিবের খেলা নিয়ে বড় শঙ্কাই দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত যদি দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে সাকিব না আসেন তবে ভারতের বিপক্ষে কানপুর টেস্টটাই তার ক্যারিয়ারের শেষ টেস্ট হয়ে থাকবে।

সারাবাংলা/এসএইচএস/ এফএম

সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর