সাকিবকে নিরাপত্তা দেওয়ার প্রশ্নে যা বললেন ক্রীড়া উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১০ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১৩
টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। আগামী মাসে দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলে টেস্ট থেকে অবসরের ইচ্ছা জানিয়েছেন। দেশের মাটিতে ক্যারিয়ারের সর্বশেষ টেস্ট খেলার ইচ্ছার কথা জানিয়ে সাকিব নিরাপত্তা নিয়েও কথা বলেছিলেন। দেশে এসে নির্বিঘ্নে যাতে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে পারেন এবং তারপর যেন আবার পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে পারেন সেই নিশ্চয়তা চেয়েছিলেন সাকিব। তার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, খেলোয়াড় সাকিবকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। কিন্তু রাজনীতিবীদ সাকিবের ওপর জনগণের ক্ষোভ থাকলে সেই জায়গায় নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না।
এর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, সাকিবকে নিরাপত্তা দেওয়ার কাজটা বিসিবির নয়। নিরাপত্তা দেওয়ার বিষয়টি সরকারকে পক্ষ থেকে আসতে হবে।
আজ রোববার (২৯ সেপ্টেম্বর) শ্রম মন্ত্রণালয়ে সভাকক্ষে এক সম্মেলনে সাকিবকে নিরাপত্তা দেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘এখানে সাকিব আল হাসানের পরিচয় দুইটা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে রাজনৈতিক পরিচয়। উনি আওয়ামী লীগের প্যানেল থেকে এমপি নির্বাচন করেছিলেন। মানুষের মধ্যে এই দুইটা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে।’
তিনি যোগ করেছেন, ‘এখন খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার, দেওয়ার দায়িত্ব, সেটা দেব, দেশে এলে আমরা দেব। কিন্তু উনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে…। মনে করেন আমার নিরাপত্তায় পাঁচজন পুলিশ কনস্টেবল থাকে, একজন গানম্যান থাকে। আমার উপরে যদি দেশের ১৬ কোটি মানুষের মধ্যে দশ কোটি জনগণের ক্ষোভ থাকে, তাহলে এই পাঁচ ছয়জন আমাকে কী নিরাপত্তা দেবে? আমারও সেই ক্ষেত্রে নিরাপদ থাকার সুযোগ নেই।’
রাজনৈতিক হিসেবে সাকিবকে নিজের অবস্থান তুলে ধরার আহ্বান জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ‘জনগণের কোনো ক্ষোভ থাকলে সেটা তো আমাকেই রিডিউস করতে হবে, কথা দিয়ে। আমার যেটা মনে হয়, উনাকে উনার বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন, রাজনৈতিক জায়গা থেকে। উনার যে রাজনৈতিক অবস্থান… ইতোমধ্যে মাশরাফি বিন মর্তুজা কথা বলেছেন সে বিষয়টি নিয়ে। জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তার ঝুঁকি থাকে, সেটার (নিশ্চয়তা) কেউ কাউকে দিতে পারবে না, শেখ হাসিনাকেও দেওয়া যায়নি, দেশ ছেড়ে পালাতে হয়েছে। সেই জায়গাটা, রাজনৈতিক বিষয়টা, পরিষ্কার করা উচিত বলে আমি মনে করি। খেলোয়াড় হিসেবে প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব, এটা আমরা পালন করব।’
এদিকে, আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি পরিচালক ও সাকিবের দীর্ঘদিনের কোচ নাজমূল আবেদীন ফাহিম বলেছেন, সার্বিক পরিস্থিতিতে মনে হচ্ছে না সাকিবের দেশের মাটিতে খেলে টেস্ট থেকে অবসর নেওয়ার ইচ্ছা পূরণ হবে।
ফাহিম বলেন, ‘আমিও চাইব ওর মতো একজন খেলোয়াড় দেশে খেলা শেষ করবে, সংস্কৃতির ব্যাপারও আছে এখানে। তবে দুর্ভাগ্যজনকভাবে অনিবার্য কারণবশত এ মুহূর্তে সেই সম্ভাবনা দেখছি না। কারণ, ক্রিকেট বোর্ড বলেছে, যে ধরনের নিরাপত্তা সাকিব চাইছে, ক্রিকেট বোর্ডের পক্ষে সেটা সম্ভব নয়।’
বিসিবির এই পরিচালক যোগ করেছেন, ‘সরকার যদি মনে করে ওকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, সেটাও যুক্তিসংগত। আবার সরকার যদি বলে, তার মতো একজন খেলোয়াড়কে আমরা সম্মান জানাতে চাই, সেভাবেই তার বিদায়টা হোক; সেটাও যুক্তিসংগত।’
সারাবাংলা/এসএইচএস