বাংলাদেশি সমর্থকের ওপর হামলার ঘটনা অস্বীকার করল ভারতীয় পুলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ২২:০২ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৪ ০২:১৭
বাংলাদেশ-ভারত কানপুর টেস্ট চলাকালে আজ বাংলাদেশ ক্রিকেট দলের সুপারফ্যান হিসেবে পরিচিত টাইগার রবি’র ওপর হামলার অভিযোগ শোনা গিয়েছিল। রবি দাবি করেছিলেন, ভারতীয় সমর্থকরা তার ওপর হামলা করেছেন। হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল রবিকে। তবে এবার সেই রবি এবং কানপুর পুলিশ বিভাগের পক্ষ থেকে দাবি করা হলো, হামলার ঘটনাটি সত্য নয়।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কানপুর সংলগ্ন কল্যাণপুর পুলিশের এসিপি অভিষেক পাণ্ডে গণমাধ্যমকে বলেছেন, ‘আজ বাংলাদেশ-ভারতের টেস্ট চলাকালীন টাইগার নামের এক বাংলাদেশি ভক্ত হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। স্টেডিয়ামে উপস্থিত পুলিশ সদস্য ও মেডিকেল স্টাফদের সহায়তায় তাকে হাসপাতালে পাঠানো হয়। এখন তিনি সুস্থ আছেন।’
রবির ওপর হামলার অভিযোগটি উড়িয়ে দিয়েছেন তিনি, ‘মারপিটের যে অভিযোগ শোনা যাচ্ছিল তার পুরোটাই অসত্য। মারপিটের কোনো ঘটনা ঘটেনি।’
ভারতীয় গণমাধ্যমে প্রচারিত এক ভিডিওতে রবি’কেও হামলার বিষয়টি অস্বীকার করতে শোনা গেছে। টাইগার রবি বলেন, ‘আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল। এরপর পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে আসে ও আমার চিকিৎসার ব্যবস্থা করে। আমি এখন ভালো আছি।’
যদিও এর আগে তিনি দাবি করেছিলেন, ভারতীয় সমর্থকরা তাকে মারধর করেছেন। তাতে অসুস্থ হয়ে পরলে পরে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
সারাবাংলা/এসএইচএস