Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবি পুলিশ নয়— সাকিবকে নিরাপত্তা দেওয়ার প্রশ্নে বোর্ড প্রধান

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:২২ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:২৯

আজ অনেকটা হঠাৎ করেই টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। জানিয়েছেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি তিনি আর খেলবেন না। আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজ খেলে টেস্ট থেকেও অবসর নিবেন। তার দেশে ফিরে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে নিরাপত্তার বিষয়টি দেখছে বিসিবি, এমনটি বলেছেন সাকিব। এদিকে, বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, বিসিবি পুলিশ নয়। কোনো নির্দিষ্ট খেলোয়ােড়ের নিরাপত্তা নিশ্চিত করার সামর্থ্য বিসিবির নেই, বলেছেন বোর্ড প্রধান।

বিজ্ঞাপন

আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা ছিল। বোর্ড সভা শেষে সাকিবের নিরাপত্তা প্রশ্নে ফারুক আহমেদ বলেন, ‘নিরাপত্তার বিষয়টি আমাদের হাতে নেই। তাঁকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। বোর্ড থেকে এ ব্যাপারে কিছু বলতে পারব না। নির্দিষ্ট একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নেই বিসিবির।’

সাকিবের নিরাপত্তার বিষয়টি সরকারের পক্ষ থেকে আসতে হবে বলেছেন ফারুক আহমেদ, ‘নিরাপত্তার বিষয়টি সরকারের উচ্চপর্যায় থেকে আসতে হবে। বিসিবি কোনো এজেন্সি না, পুলিশ না, র‍্যাব না। সরকারের তরফ থেকে নিরাপত্তার ব্যাপারটি আসতে হবে।’

নিরাপত্তা আলোচনাটি সাকিব প্রথম তুলেছেন। ছাত্র-জনতা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর হত্যা মামলা হয়েছে আওয়ামী লীগ মনোনীত সাবেক সাংসদ সাকিবের নামে। আশুলিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত এক পোশাককর্মী হত্যা মামলায় আসামি করা হয়েছে সাকিবকে। অর্থাৎ দেশে ফিরে গ্রেপ্তার হওয়ার শঙ্কা আছে শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর থেকেই বিদেশে থাকা সাকিবের। দেশে এসে দেশের বাইরে যেতে না পারার শঙ্কা অর্থাৎ দেশ ত্যাগে নিষেধাজ্ঞায় পরার মতো শঙ্কাও আছে তার। সাকিব আজ অবসর ঘোষণার পর জানিয়েছেন, এসব যাতে না হয় বিসিবি সেটা দেখছে। তবে বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলছেন ভিন্ন কথা।

অবশ্য বিসিবি সভাপতি এটাও বলেছেন, তিনি খুব করেই চান সাকিব তার শেষ টেস্টটা দেশে খেলতে পারুক। ফারুক আহমেদ বলেছেন, ‘সাকিব যদি এখান থেকে শেষ টেস্ট খেলতে পারে, ওর মতো আমিও বিশ্বাস করি এর থেকে ভালো কিছু হতে পারে না।’

অবসর ঘোষণায় সাকিব বলেছিলেন, নির্বাচক, বিসিবি প্রধানসহ সকলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে বিসিবি প্রধান ফারুক আহমেদ বলেন, ‘সাকিব এ মুহূর্তে তার জীবনের খুব বাজে সময় পার করছে। তাকে (অবসর বিষয়ে) বোঝানোর চেষ্টা করিনি। সে মনে করেছে অবসর নেওয়ার এটাই সঠিক সময়। আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই। আমার দিক থেকে ওর জন্য খুব বেশি কিছু বলার নেই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

বিসিবি সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর