হাথুরুসিংহেও বললেন— এটাই বাংলাদেশের সেরা দল
১৭ সেপ্টেম্বর ২০২৪ ২১:০৯ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫৬
কদিন আগে কথাটা বলেছিলেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। বলেছিলেন, এবার যে দলটা নিয়ে বাংলাদেশ ভারতে টেস্ট সিরিজ খেলতে গেছে সেটাই তার দেখা সেরা বাংলাদেশ দল। কোচ চন্ডিকা হাথুরুসিংহেও বললেন সেই সুরে কথা। তার দ্বিতীয় মেয়াদে এই দলটাকেই সেরা দল মনে করছেন হাথুরুসিংহে।
শ্রীলংকান এই কোচ বাংলাদেশে কোচিং করাচ্ছেন দ্বিতীয় মেয়াদে। এর আগে ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত জাতীয় দলের হেড কোচের দায়িত্বে ছিলেন। গত বছরের জানুয়ারী থেকে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। বর্তমানে ভারতের যে দলটা টেস্ট খেলতে গেছে সেটাকে তার দ্বিতীয় মেয়াদের সেরা দল মনে করছেন লংকান কোচ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ কোচ বলেন, ‘আমার মনে হয়, এবার আমার সময়ে এটাই বাংলাদেশের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল। আপনি ঠিকই বলেছেন আমরা বেশ কয়েকজন ভালো পেসার ও ভালো ফাস্ট বোলার নিয়ে (ভারতে) এসেছি। আমাদের স্পিন আক্রমণও অভিজ্ঞতাসম্পন্ন।’
এই মুহূর্তে বাংলাদেশের ব্যাটিং গভীরতাও অনেক সেটাও ব্যাখ্যা করেছেন হাথুরু, ‘দুটি কারণে আমাদের ব্যাটিংয়ে গভীরতা আছে। প্রথমটি, আমাদের দুজন স্পিনার আসলে নিখাদ ব্যাটসম্যানও, টেস্টে যাদের সেঞ্চুরি আছে। দ্বিতীয়ত, আমাদের দুজন উইকেটকিপার দলের প্রধান দুই ব্যাটসম্যান। তাই আমি বলব, এই সিরিজে দলের ভারসাম্য খুবই ভালো আর এই বিষয়টি সিরিজে প্রতিদ্বন্দ্বিতা গড়তে আমাদের অনেক আত্মবিশ্বাস জোগাবে।’
ভারতের বিমান ধরার কিছুদিন আগে পাকিস্তান গিয়ে ইতিহাস গড়ে এসেছে বাংলাদেশ। টেস্টে এর আগে পাকিস্তানের বিপক্ষে কোনো জয় ছিল না বাংলাদেশের। সেই দলটা এবার পাকিস্তান গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০তে জিতে এসেছে। পাকিস্তানে এমন দুর্দান্ত ক্রিকেট খেলার পরই ভারত সিরিজের আগে বাড়তি আলোচনা হচ্ছে বাংলাদেশকে নিয়ে।
পাকিস্তানে অমন দাপুটে ক্রিকেট ভারত সিরিজে বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাসই দিচ্ছে বলেছেন হেড কোচ হাথুরুসিংহে, ‘অবশ্যই, এটা (পাকিস্তান) অনেক আত্মবিশ্বাস এনে দিয়েছে এই সিরিজের জন্য। সেটি কিন্তু সিরিজের ফলের জন্য নয়, আমরা যেভাবে সিরিজটি খেলেছি, কিছু পরিস্থিতি যেভাবে সামাল দিয়েছি, দুটি টেস্টেই আমরা পিছিয়ে পড়েছিলাম এবং সেখান থেকে যেভাবে ঘুরে দাঁড়িয়েছি। এ ছাড়া বিভিন্ন সময়ে খেলোয়াড়েরা যেভাবে অবদান রেখেছে, এসব কারণেই এই সিরিজে অনেক আত্মবিশ্বাস পাচ্ছি আমরা।’
এবারের সফরে ভারতের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। চেন্নাইতে প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ১৯ সেপ্টেম্বর। টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে দুই দলের।
সারাবাংলা/এসএইচএস