ভারত কিন্তু পাকিস্তান না— বাংলাদেশকে শামি-জাদেজাদের হুঁশিয়ারি
১৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:১২ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ ০১:১৬
বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ শুরু হতে আরও কদিন বাকি। তবে মাঠের বাইরের উত্তেজনা কিন্তু শুরু হয়ে গেছে! সাবেকরা বিভিন্ন মন্তব্য করছেন এই সিরিজ নিয়ে। কিছুদিন আগে পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে এসেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তদের সেই আত্মবিশ্বাস যে ভারতে কাজে লাগবে তা নিশ্চিত। কিন্তু ভারত যে পাকিস্তানের চেয়ে শক্তির বিচারে অনেকটা এগিয়ে সেটাও স্মরণ করিয়ে দিচ্ছেন ভারতের সাবেক তারকারা।
একদিন আগে দীনেশ কার্তিক সরাসরিই বলেছেন, বাংলাদেশকে হারাতে খুব বেশি বেগ পেতে হবে না ভারতকে! অজয় জাদেজা, মোহাম্মদ শামিরা স্মরণ করিয়ে দিতে চেয়েছেন, শক্তির বিচারে পাকিস্তানের চেয়ে ভারত অনেকটাই এগিয়ে।
তবে ভারতের সাবেক তারকা ব্যাটার অজয় জাদেজা এটাও প্রত্যাশা করছেন, বাংলাদেশের বিপক্ষে ভারতের সিরিজটাতে ভালো লড়াই-ই হবে। ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে অজয় জাদেজা বলেন, ‘জয়ের পর যে দলই যেখানে খেলতে যাক, তাদের মধ্যে জেতার একটা বিশ্বাস থাকে। কিন্তু এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট দল ও ভারত ক্রিকেট দলের মধ্যে অনেক পার্থক্য। পাকিস্তানের চেয়ে ভারত অনেক এগিয়ে।’
‘তবে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে দেখলে, তারা বিশ্বাস করবে—যেহেতু তারা পাকিস্তানকে হারিয়েছে, ভারতকেও কেন পারবে না। কিন্তু আমরা অনেক ভালো দল, তারাও ভালো। বাংলাদেশ স্পিন ভালো খেলে, কন্ডিশনও মানানসই।’- যোগ করেছেন জাদেজা।
চোটের কারণে সেই বিশ্বকাপ থেকে মাঠের বাইরে থাকা তারকা পেসার মোহাম্মদ শামির বাংলাদেশ সিরিজেও ফেরা হবে না। শামিও কথা বলেছেন অজয় জাদেজার সুরে।
বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে শামি বলেছেন, ‘বাংলাদেশ যদি পাকিস্তানকে হারায় ভালো কথা। কিন্তু আমরা ঘরের মাঠে খেলব। বাংলাদেশের উচিত আমাদের পরিসংখ্যান, বর্তমান ফর্ম এবং ভারতীয় দলের শক্তির কথা মাথায় রাখা।’
বাংলাদেশের সঙ্গে ভারতের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই মনে করছেন শামি। তার মতে শেষে জয় হবে ভারতেরই, ‘আমি বিশ্বাস করি ভারত সিরিজ জেতার জন্য ফেভারিট। অস্ট্রেলিয়ায় গত সিরিজ আমরা তরুণ দল নিয়ে খেলেছি, অনেক সিনিয়র খেলোয়াড় ছিলো না। তাও আমরা প্রমাণ করেছি আমরাই সেরা। আমি আশা করছি পরের সিরিজ খুবই শক্ত প্রতিদ্বন্দ্বিতা-পূর্ণ হবে। এবং ভারতই শেষ পর্যন্ত জিতবে।’
সারাবাংলা/এসএইচএস