Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেতার জন্যই মাঠে নামব— ভারতের বিমান ধরার আগে বললেন শান্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫৫

কিছুদিন আগে পাকিস্তানে গিয়ে ইতিহাস গড়ে এসেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজে দাপট দেখিয়ে ২-০তে জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। ভারতে গিয়ে তেমন দাপট দেখানোর স্বপ্ন হয়তো দেখছেন না অনেকে। কারণ ভারত পাকিস্তানের চেয়ে শক্তির বিচারে অনেকটা এগিয়ে। আর সম্প্রতি ঘরের মাঠে ভারতীয়রা রীতিমতো অপ্রতিরোধ্য। তবে ভারতের বিমান ধরার আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলে গেলেন, তারা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন।

বিজ্ঞাপন

এবারের ভারত সিরিজে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজটা প্রথমে। ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে মাঠে গড়ানোর কথা সিরিজের প্রথম ম্যাচ। আজ ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন টেস্ট দলের ক্রিকেটাররা।

বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাজমুল হোসেন শান্ত বলেছেন পাকিস্তানের চেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ভারতে গিয়ে। তবে তার দল জয়ের জন্যই খেলবে, ‘এটা একটা চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে। পাকিস্তানে একটা ভালো সিরিজ পার হওয়ার পর দলের মধ্যে বাড়তি আত্মবিশ্বাস আছে, এমনকি পুরো দেশের মানুষের মধ্যেই আছে। প্রতিটি সিরিজ একটা সুযোগ, আমরা দুটি ম্যাচই জেতার জন্য খেলব। জেতার জন্য যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ, প্রক্রিয়া গুরুত্বপূর্ণ…আমাদের লক্ষ্য থাকবে কাজটা আমরা ঠিকঠাক করতে পারছি কি না। আমাদের কাজ ঠিকমতো করতে পারলে ভালো ফল সম্ভব, তবে চ্যালেঞ্জিং।’

ভারতীয় দলে তারকার ছড়াছড়ি। ব্যাটিংয়ে বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্তদের মতো তারকা। বোলিংয়ে জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজদের সঙ্গে কুলদ্বীপ যাদবদের মতো বিশ্বমানের স্পিনাররা আছেন।

তবে বাংলাদেশ সম্প্রতি টেস্টে দারুণ ক্রিকেট খেলেছে। পাকিস্তান সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন বোলাররা। এসব থেকে অনুপ্রেরণা খুঁজছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রতিপক্ষ দল কী চিন্তা করছে, সেটা আমি বলতে পারব না। তবে আমাদের স্পিন ও পেস বিভাগ ভালো একটা অবস্থানে আছে। তবে ওই দলের সঙ্গে তুলনা করলে অভিজ্ঞতার দিক থেকে আমাদের পেসাররা কিছুটা পিছিয়ে।’

শান্তর প্রত্যাশা ব্যাটে-বলের লড়াইয়ে রোমাঞ্চকর একটা সিরিজ হবে এটা, ‘স্কিলের দিক থেকে হয়তো কাছাকাছি আছি, তবে অভিজ্ঞতার দিক থেকে ওই দলটাকে এগিয়েই রাখব। (আমাদের) স্পিনারদের ভালো অভিজ্ঞতা, যেকোনো কন্ডিশনে বোলিং করার সামর্থ্য আছে। এতটুকু বলতে পারি পেসার, স্পিনাররা যারাই খেলবে, প্রত্যেক খেলোয়াড় শতভাগ দেবে। আমি বিশ্বাস করি পাঁচ দিন ভালো ক্রিকেট খেলতে পারলে রোমাঞ্চকর ম্যাচ হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-ভারত সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর