Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকায় জাহানারাদের বড় জয়

স্পোর্টস করেসপেন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৪ ১৯:০০ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৯:০২

শ্রীলংকায় ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজেও দারুণ সূচনা পেল বাংলাদেশ ‘এ’ দল। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ।

শ্রীলংকায় কাগজে-কলমে ‘এ’ দল গেলেও এতে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার আছেন। আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই শ্রীলংকায় সিরিজ খেলতে গেছেন  বাংলাদেশের নারীরা। ফলে ‘এ’ দলের আদলে পাঠানো হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদেরই। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, অভিজ্ঞ জাহানারা আলম, শামীমা সুলতানার মতো জাতীয় দলের ক্রিকেটার গেছেন ‘এ’ দলের হয়ে সিরিজ খেলতে।

বিজ্ঞাপন

শ্রীলংকা ‘এ’ দলের বিপক্ষে দুই ম্যাচ ওয়ানডে সিরিজটা ১-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ ‘এ’ দল। আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নিল নিগার-জাহানারারা।

আগে ব্যাটিং করে ১১২ রানের বেশি তুলতে পারেনি শ্রীলংকা ‘এ’ দল। তবে স্বাগতিকদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। প্রথম উইকেট জুটিতে ৭২ বলে ৭৩ রান ‍তুলেছিলেন দুই ওপেনার। তবে দারুণ শুরুটা পরে আর এগিয়ে নিতে পারেনি। ৭২ থেকে ৭৬ এই ৪ রানের মধ্যেই চার উইকেট তুলে নিয়ে লংকানদের কোমড় ভেঙে দেয় বাংলাদেশ।

পরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১২ রানের বেশি তুলতে পারেনি শ্রীলংকা ‘এ’। দলটির পক্ষে ৩৫ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন কৌশিনী নুথ্যাঙ্গা। আরেক ওপেনার নেথমি পূর্না করেছেন ৪০ বলে ২৭। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে তিন উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন।

১১৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪০ রান তোলেন বাংলাদেশের দুই ওপেনার সাথি রানী ও শামীমা সুরতানা। দারুণ ভিতের পর সুবহানা মোস্তারি ও মুরশিদা খাতুনরা হিসেবি ব্যাটিং করে বাংলাদেশের বড় জয় নিশ্চিত করেছেন। বাংলাদেশের হয়ে ৫ চার ১ ছয়ে ৪৪ বলে সর্বোচ্চ ৪৮ রান করেছেন শামীমা সুলতানা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ নারী ক্রিকেট দল

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর