যে কারণে শেষ মুহূর্তে টেস্ট স্কোয়াড থেকে বাদ শরিফুল
১২ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২৭ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৯
ভারতের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। দারুণ ছন্দে থাকা তরুণ পেসার শরিফুল ইসলাম নেই দলে। তার বদলে উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিককে রাখা হয়েছে স্কোয়াডে।
শরিফুলের ভারত সিরিজে না থাকার কারণ ইনজুরি। পাকিস্তানে গিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের সময়ে চোট পেয়েছিলেন শরিফুল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কুঁচকিতে চোট পেয়েছিলেন।
পরে দ্বিতীয় টেস্টে তাকে আর খেলানো হয়নি। তবে দেশে ফিরে ভারত সিরিজকে সামনে রেখে নেটে পুরোদমেই বোলিং করতে দেখা যাচ্ছিল দীর্ঘদেহি পেসারকে। সে হিসেবে মনে করা হচ্ছিল, ভারত সিরিজে থাকছেন শরিফুল। কিন্তু শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে টিম ম্যানেজমেন্ট।
জানা গেছে, এখনও ৫ থেকে ১০ ওভার বোলিং করার পর কুঁচকিতে ব্যথা অনুভব হচ্ছে শরিফুলের। ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ১৯ তারিখে। ততোদিনে হয়তো ব্যথা থাকত না। কিন্তু শরিফুল তিন ফরম্যাটে খেলা ক্রিকেটার। ইনজুরি কাটিয়ে উঠতেই তাকে টেস্ট খেলানোটা বাড়তি ওয়ার্কলোড মনে করছে টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই মূলত তাকে টেস্ট সিরিজে না রাখার সিদ্ধান্ত।
দুই ম্যাচের টেস্ট সিরিজের পর ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজে শরিফুলের দলে যোগ দেওয়ার কথা। টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা ২ অক্টোবর ভারত পৌঁছার কথা।
সারাবাংলা/এসএইচএস