Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-১০ লিগে দল পেলেন এনামুল

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৩

জিম আফ্রো টি-১০ লিগে প্লেয়ার্স ড্রাফটের আগেই দল পেয়েছেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। এবার ড্রাফট থেকে দল পেলেন অভিজ্ঞ ওপেনার এনামুল হক বিজয়।

ড্রাফট থেকে বাংলাদেশি ওপেনারকে দলে ভিড়িয়েছে বুলাওয়ে ব্রেভস। এই দলে এনামুল ওপেনার সঙ্গী হিসেবে পাচ্ছেন ডেভিড ওয়ার্নারকে।

জিম্বাবুয়ের হারারেতে এবারের জিম আফ্রো টি-১০ লিগ শুরু হবে ২১ সেপ্টেম্বর, চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। সেই সময়ে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফর করবে বাংলাদেশ জাতীয় দল। ফলে জাতীয় দলের নিয়মিত ক্রিকেটাররা অংশ নিতে পারেননি ড্রাফটে।

জিম আফ্রো টি-১০ লিগের এটা দ্বিতীয় আসর। গত আসরে বাংলাদেশের মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ খেলেছিলেন। প্রথমবার পাঁচ দল নিয়ে আয়োজিত হওয়া টুর্নামেন্টটাতে এবার দল বাড়ছে। এবার হবে ছয় দলের টুর্নামেন্ট। দলগুলো হলো- নিউইয়র্ক স্ট্রাইকার্স লাগোস, বুলাওয়ে ব্রেভস, কেপ টাউন স্যাম্প আর্মি, ডারবান উলভস, হারারে বোল্টস ও জোবার্গ বাংলা টাইগার্স।

বুলাওয়ে ব্রেভস এনামুল হক বিজয়কে দলে নিয়েছে ‘সি’ ক্যাটাগরি থেকে। এই দলে ওয়ার্নারের পাশাপাশি কার্লোস ব্রাফেট, আকিলা ধনঞ্জয়ার মতো তারকারাও আছেন।

আর রিশাদ হোসেন ছিলেন ‘বি’ ক্যাটাগরিতে। তার দলে নিউজিল্যান্ডের জেমি নিশামের মতো তারকারা আছেন।

সারাবাংলা/এসএইচএস

এনামুল হক বিজয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর