Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ সিরিজের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা ভারতের

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫৩ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৩

চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে ভারতীয় জাতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ভারত। বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দলই ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়া ঋষভ পন্ত প্রায় দুই বছর পর ভারতের টেস্ট দলে ফিরেছেন এই স্কোয়াডের মাধ্যমে। এ ছাড়া প্রথমবারের মতো দলে ডাকা হয়েছে পেসার যশ দয়ালকে।

নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ছাড়াও বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহসহ তারকা ক্রিকেটারদের প্রায় সবাই আছেন দলে। পন্ত ফেরায় দলে জায়গা হয়নি শ্রেয়াস আয়ারের।

বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের প্রথম ম্যাচ চেন্নাইয়ে, আগামী ১৯ সেপ্টেম্বরে। ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে কানপুরে। এই সিরিজের জন্য বাংলাদেশ এখনো দল ঘোষণা করেনি।

সফরে ভারতে গিয়ে তাদের বিপক্ষে দুটি টেস্টের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

প্রথম টেস্টের ভারত দল

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্ত, ধ্রুব জুড়েল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, যশপ্রীত বুমরা, যশ দয়াল।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-ভারত সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর