বিসিবি পরিচালকের পদ থেকে নাঈমুর রহমানের পদত্যাগ
৪ সেপ্টেম্বর ২০২৪ ১৯:০৩ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১২
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন নাঈমুর রহমান দুর্জয়। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবিতে অনেক পরিবর্তনই দেখা গেছে। বিসিবির সভাপতির পদে পরিবর্তন এসেছে। দুজন পরিচালকের পদেও পরিবর্তন এসেছে। এবার পদত্যাগ করলেন নাঈমুর রহমান।
বুধবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র নাঈমুর রহমান দুর্জয়ের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।
ছাত্র-জনতা আন্দলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করার পর থেকেই আওয়ামী লীগের নেতা-কর্মীদের সেভাবে প্রকাশ্যে দেখা যাাচ্ছে না। বিসিবিতে বেশিরভাগ পরিচালকই ছিলেন আওয়ামী লীগ পন্থী। বোর্ড মিটিংয়ে অনুপস্থিত দেখা গেছে তাদের। এর মধ্যে বিসিবির সভাপতির পদ থেকে নাজমুল হাসান পাপন পদত্যাগ করলে নতুন সভাপতির দায়িত্ব নেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
নতুন সভাপতির অধিনে বোর্ড মিটিংয়েও অনুপস্থিত ছিলেন বেশ কয়েকজন পরিচালক। নাঈমুর রহমান দূর্জয়ও অনুপস্থিত ছিলেন। এবার তার পদত্যাগের সংবাদ শোনা গেল। আওয়ামী লীগের মনোনয়নে মানিকগঞ্জ-১ আসন থেকে দুবার সংসদ নির্বাচিত হয়েছিলেন নাঈমুর রহমান দুর্জয়।
বাংলাদেশের টেস্ট দলের প্রথম অধিনায়ক নাঈমুর রহমান বিসিবিতে দীর্ঘদিন যাবত পরিচালকের দায়িত্ব পালন করেছেন। তিন মেয়াদে পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি। বিসিবিতে গেম ডেভলপমেন্ট বিভাগের চেয়ারম্যান, হাই-পারফরম্যান্স ইউনিটের প্রধানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সাবেক অধিনায়ক।
সারাবাংলা/এসএইচএস