Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিম মাঠে ফিরুক অথবা বোর্ডে আসুক— চাওয়া নতুন বিসিবি প্রধানের

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৪ ২০:৪৩ | আপডেট: ২১ আগস্ট ২০২৪ ২০:৫২

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে। টেস্ট খেলেছেন তারও আগে, গত বছরের এপ্রিলে। আর টি-টোয়েন্টি থেকে তো অবসর নিয়েছেন সেই ২০২০ সালেই। সদ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পাওয়া ফারুক আহমেদ বলেছেন, তিনি চান তামিম আরও অন্তত দুই-তিন বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলুক। সেটা না হলে তামিম বোর্ডে কোনো দায়িত্বে এলে সেটা দারুণ হবে বলেছেন ফারুক আহমেদ।

বিজ্ঞাপন

গত সোমবার অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিসিবি কার্যালয় পরিদর্শন করেন। সেই সময় সঙ্গে দেখা গেছে তামিমকে। উপদেষ্টাকে বিসিবির বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখান তামিম। তারপর থেকেই আলোচনা- তামিম কি জাতীয় দলে ফিরছেন? নাকি বোর্ডেই কোনো গুরুত্বপূর্ণ পদে দেখা যাচ্ছে তাকে?

আজ বুধবার (২১ আগস্ট) সকালে বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। তারপর সর্বসম্মতিক্রমে বোর্ড সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। দুপুরে বিসিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন নতুন সভাপতি। সেখানেই তামিম প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

ফারুক আহমেদ বলেন, ‘তামিম কী চিন্তা করছে, প্রথম তার সঙ্গে কথা বলা দরকার। এদিক-সেদিক না ঘুরিয়ে। তামিম খুব বিচক্ষণ ছেলে। আমার মনে হয়, সে বাংলাদেশের ইতিহাসের সেরাদের একজন। আপনি যদি আমাকে বলেন, আমি দেখতে চাই তামিম আরও ২-৩ বছর খেলবে। এটা আমার ব্যক্তিগত অভিমত।’

‘আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যায় আসে না। ওর ফিটনেস, দলে আসতে হলে কী করতে হবে— সেই বিষয়গুলো আছে। সভাপতি হিসেবে অফ দ্য রেকর্ড যদি জিজ্ঞেস করেন, আমি কিন্তু দেখতে চাই, সে আরও ২-৩ বছর ক্রিকেট খেলুক।’

ওয়ানডে ক্রিকেট তামিমের জন্য আদর্শ হতে পারে বলেছেন ফারুক, ‘কোন সংস্করণে খেলবে? আমার মনে হয়, ৫০ ওভার ওর জন্য উপযুক্ত হবে। দীর্ঘ সংস্করণে খেলতে পারলে সবচেয়ে ভালো হতো ওর অভিজ্ঞতার কারণে। কিন্তু এটার যে কষ্ট, হয়তো ওর শরীর নিতে পারবে না। আমি জানি না। এটা তামিমই বলতে পারবে।’

বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে গত ওয়ানডে বিশ্বকাপের দল থেকে শেষ মুহূর্তে বাদ পরেছিলেন তামিম। সেই সময়কার অধিনায়ক সাকিব আল হাসান ও হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে তামিমের দূরত্বের খবর প্রচার হয়েছে। সেই থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে দেশের সফলতম ব্যাটার।

বিজ্ঞাপন

জাতীয় দলে ফেরা তার জন্য যদি সম্ভব না হয় তবে তামিমকে ক্রিকেট বোর্ডে আমন্ত্রণ জানিয়ে রাখলেন নতুন বোর্ড সভাপতি। ফারুক আহমেদ বলেন, ‘খুব ভালো হয় যদি সে খেলতে পারে। আর যদি খেলতে না পারে, বোর্ডে আসে, তাহলে আমি খুব খুশি হব। কারণ, তামিম আমার অন্তত ২০ বছরের ছোট হবে। যদি বেশি না হয়, কাছাকাছি হয়তো। সে সাবেক অধিনায়ক। এর মানে তার নেতৃত্বগুণ আছে।’

‘এসব ছেলে যত বোর্ডে আসবে, তাদের যদি আমরা তাড়াতাড়ি কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু অনেক ধারণা আসবে। অনেক ভালো কিছু করতে পারবে। দেখি ওর সঙ্গে কথা বলে ব্যক্তিগতভাবে, ওর পরিকল্পনা কী। এভাবে আমরা এগিয়ে যেতে পারি,’ যোগ করেন তিনি।

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল ফারুক আহমেদ বিসিবি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর