Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবের ভিডিওতে ‘অপরাধী’ বাংলাদেশের ড্রেসিংরুম


২ জুন ২০১৮ ১৫:৫৬ | আপডেট: ২ জুন ২০১৮ ১৫:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

 

তরুণ গায়ক আরমান আলিফের অপরাধী গানটা এর মধ্যেই ঝড় তুলেছে ফেসবুক-ইউটিউবে। এমনকি সেই গানের প্যারোডিও হয়ে গেছে ভাইরাল।  এবার ‘অপরাধী’ গানটা জায়গা করে নিল বাংলাদেশ দলের ড্রেসিংরুমেও। আজ ইনস্টাগ্রামে সাকিব আল হাসান এমন একটা ভিডিও দিয়েছেন, যেখানে বাংলাদেশ দল এক হয়ে গাইছে গানটা।

এই মুহূর্তে আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেরাদুন আছে বাংলাদেশ। দুই দিন আগেও শুরু হয়ে গেছে অনুশীলন। ড্রেসিংরুমে এক ফাঁকেই মঞ্চস্থ হয়ে গেল গানটা। মূল ভোকালে ছিলেন আবু হায়দার রনি, বাকি সবাই গলা মিলিয়েছেন তাঁর সঙ্গে। ড্রামারের ভূমিকায়ও ছিলেন কমবেশি সবাই, মেহেদী হাসান মিরাজ অবশ্য একটু বেশিই স্বতঃস্ফূর্ত ছিলেন। আর ব্যাট দিয়েই গিটারের কাজ চালিয়ে নিয়েছেন নাজমুল অপু। সৌম্য সরকার, আবু জায়েদ রাহী, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, রুবেল হোসেন, আরিফুল হকদের সঙ্গে গলা মিলিয়েছেন অধিনায়ক সাকিবও।

বিজ্ঞাপন

বলাই বাহুল্য, ইনস্টাগ্রামে পোস্ট করার পরেই ভিডিওটা হয়ে গেছে ভাইরাল। কেউ কেউ আবার বলেছেন, বাংলাদেশ দলের অনেকের গলা বেশ ভালো, চাইলে গানের দলও খুলে ফেলতে পারে তারা!

https://www.instagram.com/p/BjhDN55gyp_/?utm_source=ig_twitter_share&igshid=1uc3hv6fizpzu

সারাবাংলা/ এএম