Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোট কাটিয়ে নেদারল্যান্ডসের অনুশীলনে ডি ইয়ং

স্পোর্টস ডেস্ক
৯ জুন ২০২৪ ২৩:২২

শঙ্কা ছিল ডি ইয়ংয়ের যথাসময়ে দলের অনুশীলনে ফেরা নিয়ে। দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে ছিলেন এই মিডফিল্ডার। তবুও তাকে দলে রেখেছিলেন কোচ। কিন্তু তখনও জানা যায়নি কবে নাগাদ দলের সঙ্গে অনুশীলনে ফিরতে পারবেন। অবশেষে স্বস্তির খবর ডাচ দলে। অনুশীলনে ফিরেছেন মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং।

গোড়ালির চোটে ক্লাব বার্সেলোনার হয়ে গত এপ্রিল থেকে কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি। একই চোটে ২০২৩-২৪ মৌসুমে আগেও দুই দফায় মাঠের বাইরে থাকতে হয় তাকে। চোট কাটিয়ে ২৭ বছর বয়সী এই ফুটবলার গত সপ্তাহে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলনে ফেরেন। রোববার প্রথমবারের মতো দলীয় অনুশীলনে যোগ দেন তিনি।

বিজ্ঞাপন

চোট কাটিয়ে দলের অনুশীলনে ফিরলেও কবে নাগাদ মাঠে ফিরবেন তা এখনই বলা মুশকিল। ইউরোয় নিজেদের প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। জার্মানিতে অনুষ্ঠেয় আসর সামনে রেখে শেষ প্রস্তুতি ম্যাচে সোমবার আইসল্যান্ডের মুখোমুখি হওয়ার আগের দিন ডাচ কোচ রোনাল্ড কোম্যান বললেন, গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও ডি ইয়ংকে পাওয়া না গেলে তার বদলির ব্যাপারে ভাবতে হবে তাদের।

কোম্যান বলেন, ‘প্রথম ম্যাচে হয়তো সে খেলতে পারবে না। তবে দ্বিতীয় বা তৃতীয় ম্যাচ পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি। প্রথম দুটি ম্যাচ খেলতে না পারলেও সে দলের সঙ্গে থাকবে। কিন্তু যদি মনে হয় সে পুরো গ্রুপে পর্বেই খেলতে পারবে না, তাহলে তাকে দলে রাখার বিষয়টি পুনর্বিবেচনা করতে হতে পারে।’

১৯৮৮ সালের ইউরো চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের এবারের অভিযান শুরু হবে আগামী ১৬ জুন, পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘ডি’ গ্রুপে তাদের শেষ দুই ম্যাচ ফ্রান্স ও অস্ট্রিয়ার বিপক্ষে, ২১ ও ২৫ জুন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

ইউরো ২০২৪ চোট কাটিয়ে ফিরলেন ডি ইয়ং নেদারল্যান্ডস

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর