অবশেষে রিয়াল মাদ্রিদে এমবাপে
৩ জুন ২০২৪ ২৩:৪০ | আপডেট: ৩ জুন ২০২৪ ২৩:৪৮
দীর্ঘ প্রায় ৭ বছরেরও বেশি সময় ধরে কিলিয়ান এমবাপেকে দলে ভেড়ানোর জন্য পেছনে লেগেছিল রিয়াল মাদ্রিদ। দফায় দফায় পিএসজি থেকে দলে ভেড়ানোর চেষ্টায় ব্যর্থ হয় রিয়াল। তবে শেষ হলো অপেক্ষার। ২০২৪ সালের জুনের ৩ তারিখ অফিসিয়ালি কিলিয়ান এমবাপেকে নিজেদের করে নিল রিয়াল মাদ্রিদ।
অপেক্ষা ছিল কেবলই আনুষ্ঠানিকতার। চারপাশের গুঞ্জন, গণমাধ্যমের খবর এবং অতীতের নানা ঘটনার ধারাবাহিকতায় সবকিছু একরকম নিশ্চিতই ছিল। শৈশবের প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদে নাম লেখালেন কিলিয়ান এমবাপে।
মাত্র একদিন আগেই বুরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে ১৫তম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। আর তার একদিন পরে এসেই সোমবার রাতে এমবাপের সঙ্গে চুক্তির ঘোষণা দিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
প্যারিস সেইন্ট জার্মেইতে সাত মৌসুম কাটিয়ে চুক্তির মেয়াদ শেষে ফ্রি ট্রান্সফারে সান্তিয়াগো বার্নাব্যুতে পাড়ি জমালেন বিশ্বকাপজয়ী এই তারকা। দুই বছর আগেও রিয়ালে যোগ দেওয়ার খুব কাছাকাছি ছিলেন ফ্রেঞ্চ তারকা। শেষ মুহূর্তে যদিও মন বদলে পিএসজির সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তি করেন তিনি। এবারও তাকে ধরে রাখতে জোর চেষ্টা চালায় প্যারিসের ক্লাবটি কিন্তু এবার আর তার মত বদলাতে পারেনি পিএসজি।
পিএসজির হয়ে মৌসুম শেষের আগেই জানিয়ে দিয়েছিলেন ক্লাব ছাড়ার কথা। এরপর তার সম্ভাব্য নতুন ঠিকানা যে রিয়াল হতে যাচ্ছে, তা নিয়ে ফুটবল মহলে বলা যায় কোনোরকম সংশয়ই ছিল না। বেশ আগে থেকে রিয়ালের অনেক খেলোয়াড়ও সেই সম্ভাবনার কথা বলে আসছিলেন। সেসবই এবার আনুষ্ঠানিক রূপ পেল।
সারাবাংলা/এসএস