Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালাউদ্দিন-মুর্শিদীর পদত্যাগ দাবি সাবেক ফুটবলারদের

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০২৪ ০১:১৮ | আপডেট: ৩১ মে ২০২৪ ১১:০২

দীর্ঘ ১৬ বছর ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দায়িত্বে আছেন সভাপতি কাজী সালাউদ্দিন। তার মেয়াদকালে বিভিন্ন সময়ে নানান কর্মকান্ডের জন্য সমালোচিত হয়েছেন সাবেক ফুটবলারদের কাছে। প্রতি নির্বাচনের আগেও সাবেক ফুটবলারদের একাংশ দাবি করে এসেছেন সালাউদ্দিনের পদত্যাগের। এবার সাবেক ফুটবলারদের একাংশ আবারও বাফুফে সভাপতির পদত্যাগ দাবি করেছেন।

বৃহস্পতিবার (৩০ মে) জাতীয় প্রেস ক্লাবে, ‘ঘোর অমানিশায় দেশের ফুটবল- দুর্নীতিবাজ ও ব্যর্থ বাফুফে কর্মকর্তাদের অপসারণ চাই’- ব্যানারে সংবাদ সম্মেলন করেছেন সাবেক তারকা ফুটবলাররা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, সামশুল আলম মঞ্জু, দেওয়ান সফিউল আরেফিন টুটুল, আবদুল গাফফার, রুম্মন বিন ওয়ালি সাব্বির, আবু ইউসুফ, আরমান মিয়ার মতো তারকা ফুটবলাররা বক্তব্য রাখেন। তারা বাফুফের চার মেয়াদের সভাপতি কাজী সালাউদ্দিন ও সালাম মুর্শেদীসহ শীর্ষ কর্তাদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানান।

সাবেক তারকা ফুটবলার আব্দুল গাফফার ফেডারেশনের দুই শীর্ষকর্তা-সহ ব্যর্থদের দায়িত্ব থেকে সরে যাওয়ার দাবি করেছেন। তিনি বলেন, ‘এখানে আমাদের সবার আসল পরিচয় আমরা ফুটবলার। ফেডারেশনের দুই শীর্ষ ব্যক্তিও সাবেক ফুটবলার। অথচ আমাদের ফুটবল ফেডারেশনের কর্মকর্তা ফিফার জরিমানায় পড়ছে বা স্টাফরা নিষিদ্ধ হচ্ছে। যা অত্যন্ত লজ্জার ও দেশের ভাবমূর্তি নষ্ট করছে। আমরা এর প্রতিবাদ স্বরুপ এখানে একত্রিত হয়েছি। তারা নৈতিকভাবে পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। ফুটবলের স্বার্থে তাদের সরে যাওয়া উচিত, এটাই আমাদের দাবি।’

গাফফারের সেই দাবির সঙ্গেই সুর মিলিয়েছেন দেওয়ান শফিউল আরেফিন টুটুল, শামসুল আলম মঞ্জু, আবু ইউসুফ, কাজী আনোয়ার, রুম্মান বিন ওয়ালি সাব্বির, আরমান মিয়া, বিপ্লব ভট্টচার্যরাও।

বিজ্ঞাপন

বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈমকে নতুন করে তিন বছর নিষেধাজ্ঞার পাশাপাশি সিনিয়র সহ সভাপতি ও অর্থ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীকে আর্থিক জরিমানা করেছে ফিফা।

এমন পরিস্থিতির দায় নিতে হবে কাজী সালাউদ্দিনকেও এমনটাই দাবি সাবেকদের। আব্দুল গাফফার বলেন, ‘ফেডারেশনের সভাপতি হিসেবে তাকেও এর দায় নিতে হবে। সেই দায়ে তার পদত্যাগ করা উচিত।’

সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে অর্থ দণ্ড দিয়েছে ফিফা। তবে কেবল জরিমানায় তার জন্য যথেষ্ট নয় বলে মনে করেন শফিউল আরেফিন। তিনি বলেন, ‘প্রায় একই ঘটনায় দুইজনের একই শাস্তি হওয়ার কথা। সেখানে একজনকে শুধু জরিমানা করেছে।’

সাবেক তারকা মিডফিল্ডার আরমান মিয়া বলেন, ‘আমরা গত বেশ কয়েকবছর ধরেই বাফুফের অসঙ্গতি নিয়ে কথা বলছি। আমাদের কথা কেউ কর্ণপাত করেনি। এখন স্বয়ং ফিফাই বলছে বাফুফের অনিয়মের বিষয়গুলো। এটা আমাদের ফুটবল সমাজ ও দেশের জন্য খুবই লজ্জার।’

বর্তমান সভাপতির নেতৃত্বে ফুটবল অবনতির দিকে যাচ্ছে বলে জানান রুম্মান বিন ওয়ালি সাব্বির। তিনি বলেন, ‘আমরা যখন খেলতাম তখন দেশের র‌্যাংকিং অনেক ভাল ছিল। সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে ১৬ বছরে দেশের দেশের ফুটবলের অবনতি হচ্ছে। এখন ১৮৪ নম্বরে, একসময় দুশোর কাছাকাছি ছিল। ফলে ফুটবল দিনকে দিন নিচে নামছে তারা উন্নয়ন করতে ব্যর্থ। তাদের হাতে ফুটবল নিরাপদ নয়।’

সারাবাংলা/এসএস

আবদুস সালাম মুর্শেদী কাজী সালাউদ্দিন টপ নিউজ বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাবেক ফুটবলার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর