এক মৌসুম শেষেই চেলসি ছাড়লেন পচেত্তিনো
২২ মে ২০২৪ ১৫:৩৩ | আপডেট: ২২ মে ২০২৪ ১৫:৩৫
২০২৩/২৪ মৌসুম শুরুর আগেই দলবদলের বাজার গরম করে রেখেছিল চেলসি। তবে মাঠের বাইরে তোড়জোড় চালালেও মাঠের খেলায় দেখা মেলেনি তার কিছুই। গোটা মৌসুম জুড়ে হতাশায় ডুবতে থাকে অল ব্লুজরা। যদিও শেষ দিকে এসে ঘুরে দাঁড়িয়ে কনফারেন্স লিগে জায়গা করে নেয় চেলসি। যার হাত ধরে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল অল ব্লুজরা। সেই কোচ মাউরিসিও পচেত্তিনো এক মৌসুম শেষ হতে না হতেই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন।
স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি নিজেদের ওয়েবসাইটে মঙ্গলবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে চলে যাচ্ছেন পচেত্তিনো।
নতুন মালিকানায় আসার পর থেকে খেলোয়াড় কেনায় কাড়ি কাড়ি অর্থ খরচ করেছে চেলসি। কিন্তু দলটির পারফরম্যান্সে এর কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। উল্টো বলা যায়, একটা সময় পর্যন্ত তা যেন আরও খারাপের দিকে যাচ্ছিল। ২০২২-২৩ মৌসুমে প্রিমিয়ার লিগে মাত্র ১১টি জয়ের দেখা পায় দলটি, হারে ১৬টিতে। ৪৪ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে থেকে সেবার আসর শেষ করে তারা। ঘুরে দাঁড়ানোর আশায় এই মৌসুমের আগে পচেত্তিনোকে দায়িত্ব দেয় ক্লাবটি।
টটেনহ্যাম হটস্পার ও পিএসজির সাবেক এই কোচের হাত ধরে শুরুটা ভীষণ খারাপ হয় তাদের। লিগে প্রথম ১০ ম্যাচের মাত্র তিনটিতে জয়ের স্বাদ পায় তারা। ঘরোয়া ফুটবলের অন্য দুই টুর্নামেন্টে অবশ্য বেশ ভালোই করে দলটি, যদিও শিরোপার দেখা মেলেনি। এফএ কাপে সেমিফাইনাল খেলা দলটি লিগ কাপে ওঠে ফাইনালে, সেখানে তারা হেরে যায় লিভারপুলের বিপক্ষে। প্রিমিয়ার লিগেও শেষ ধাপে ঘুরে দাঁড়ায় চেলসি। গত ১২ ফেব্রুয়ারি থেকে ১৫ ম্যাচ খেলে মাত্র একটিতে হারে তারা, সবশেষ পাঁচ রাউন্ডেই পায় জয়।
এবারের লিগে বড় একটা সময়জুড়ে পয়েন্ট তালিকায় দশের নিচে ছিল যে দলটি, তারাই শেষ পর্যন্ত আসর শেষ করে ষষ্ঠ স্থানে থেকে। এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি জিতে গেলে চেলসি আগামী মৌসুমের ইউরোপা লিগে খেলার টিকেটও পাবে। মৌসুমের শেষভাগে দলটির এমন ঘুরে দাঁড়ানোর জোর ধারণা ছিল, দায়িত্বে হয়তো টিকে যাবেন পচেত্তিনো। কিন্তু শেষ পর্যন্ত উল্টোটাই হলো। বিদায়বেলায় দলকে আগামীর জন্য শুভকামনা জানিয়েছেন ৫২ বছর বয়সী পচেত্তিনো।
তিনি বলেন, ‘এই ফুটবল ক্লাবের ইতিহাসের অংশ হওয়ার সুযোগ দেওয়ার জন্য চেলসির মালিক ও ক্রীড়া পরিচালকদের ধন্যবাদ। এই দল এখন আগামী বছরগুলোয় প্রিমিয়ার লিগ ও ইউরোপীয় প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার মতো ভালো অবস্থায় আছে।’
সারাবাংলা/এসএস