বাংলাদেশি মেয়েদের আরেকটা বড় পরাজয়
৬ মে ২০২৪ ২১:০০ | আপডেট: ৭ মে ২০২৪ ১৩:১৯
মাঠের ক্রিকেটে বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুর্দশা যেন কাটছেই না! ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে নাস্তানাবুদ হওয়ার পর ভারতের বিপক্ষেও একই অবস্থা বাংলাদেশের। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচেই বাজেভাবে হারা বাংলাদেশ আজ চতুর্থ ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে।
বৃষ্টির কারণে মাঝে খেলা বন্ধ হয়ে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৪ ওভারে। আগে ব্যাটিং করতে নামা ভারত ১৪ ওভারে ১২২ রান তোলে। পরে জবাব দিতে নেমে বাংলাদেশ নারী দল থেমেছে ৬৮ রানেই।
টানা চার হারে পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশ এখন ৪-০তে পিছিয়ে। বৃহস্পতিবার সিরিজের পঞ্চম ম্যাচ খেলতে নামবে দুই দল। সেই ম্যাচ হারলে ভারতের বিপক্ষেও হোয়াইটওয়াশ হতে হবে নিগার সুলতানো জ্যোতির দলকে।
সোমবার (৬ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কার্টেল ওভারের ম্যাচে ভারতীয়রা শুরু থেকেই দ্রুত রান তুলতে চেয়েছেন। অধিনায়ক হারমানপ্রিত কৌর, উইকেটরক্ষক রিচা ঘোষরা সফলও হয়েছেন।
হারমানপ্রিত মিডল অর্ডারে ২৬ বলে ৫ চারে ৩৯ রান করেছেন। তিনিই ম্যাচ সেরা হয়েছেন। রিচা ঘোষ ১৫ বলে ২৪ ও হেমালাথা ১৪ বলে ২২ রান করেছেন। বাংলাদেশের হয়ে রাবেয়া খান ও মারুফা আক্তার ২টি করে উইকেট নিয়েছেন। ১৪ বছর ৩৪০ দিনে অভিষেক হওয়া পেসার হাবিবা ইসলাম সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। ২ ওভারে ২০ রান খরচ করে উইকেটশূণ্য ছিলেন অভিষিক্ত হাবিবা।
জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটা বেশ আশা জাগানিয়াই ছিল। ওপেনার দিলারা আক্তার বেশ ভালোই খেলছিলেন। তবে এরপর রীতিমতো যেন যাওয়া-আসার লড়াইয়ে নেমে পরেন বাংলাদেশি ব্যাটাররা! নিয়মিত বিরতিতে উইকেট হারানোর কারণে বড় রানের টার্গেট তাড়া করার লড়াই থেকে অনেক আগেই ছিটকে পরে বাংলাদেশ।
শেষ পর্যন্ত ১৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৮ রানে থেমেছে বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে দিলারা আক্তার ২৫ বলে সর্বোচ্চ ২১ রান করেছেন। এছাড়া দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন কেবল রুবেয়া হায়দার ১৩ ও শরিফা খাতুন ১১।
সারাবাংলা/এসএইচএস