Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন ১৭ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০২৪ ১৯:৩৩ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪ ২২:৫০

আসন্ন জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে তিন দিনের অনুশীলন ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ক্যাম্পে ডাক পেয়েছেন ১৭ জন ক্রিকেটার। যেখানে আছেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া রয়েছেন তরুণ পারভেজ হোসেন ইমন, হাসান মুরাদ ও তানভির ইসলামও।

মঙ্গলবার (২৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে অনুশীলন ক্যাম্পের জন্য ১৭ ক্রিকেটারের নাম জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দারুণ পারফরম্যান্স ধরে রেখেছেন ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল)। আর সেই পরিশ্রমের ফলই ফেলেন মোহাম্মদ সাইফউদ্দিন। ডিপিএল চার ইনিংসে ব্যাট করে ১০১ রানের পাশাপাশি ১০ ইনিংসে উইকেট নিয়েছেন ১৩টি। এদিকে, প্রিমিয়ার লিগে দারুণ পারফরম্যান্স করার পুরস্কার হিসেবে ডাক পেয়েছেন ইমনও। এখন পর্যন্ত ১২ ম্যাচে তিনটি সেঞ্চুরিসহ ৪৮.৭৫ গড়ে করেছেন ৫৮৫ রান। ১১ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন তানভির ইসলাম।

তবে বেশকিছু দিন ধরে রঙিন পোশাকে অফফর্মে থাকা লিটন দাসও আছেন ডাক পাওয়া খেলোয়াড়দের তালিকায়। তবে এই ক্যাম্পে নেই অলরাউন্ডার সাকিব আল হাসান। জানা গেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলতে ছুটিতে রয়েছেন তিনি। এছাড়া আইপিএল খেলতে ভারতে থাকায় নেই পেসার মোস্তাফিজুর রহমানও। আগামী ২ মে দেশে ফেরার কথা রয়েছে তার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৩ মে থেকে। একই মাঠে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। এরপর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ দুটি ম্যাচ হবে ১০ ও ১২ মে। এরজন্য আগামী ২৮ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে দল।

বিজ্ঞাপন

অনুশীলন ক্যাম্পের ডাক পাওয়া ১৭ ক্রিকেটার

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, হাসান মুরাদ, সাইফউদ্দিন এবং সৌম্য সরকার।

সারাবাংলা/এসএস

টপ নিউজ টি-টোয়েন্টি সিরিজ দল ঘোষণা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর