Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিছিয়ে পড়েও দারুণ জয়ে লিগের শীর্ষে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
১ এপ্রিল ২০২৪ ০১:২০ | আপডেট: ১ এপ্রিল ২০২৪ ০৪:২৮

প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে খেলতে নেমে ব্রাইটনের বিপক্ষে ঘরের মাঠে শুরুতেই পিছিয়ে পড়ে লিভারপুল। তবে শেষ পর্যন্ত পা হড়কায়নি অল রেডরা। ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত লুইস দিয়াজ এবং মোহাম্মদ সালাহর গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়্যুর্গেন ক্লপের দল।

প্রত্যাবর্তনের এই জয়ে ঘরের মাঠে সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা ৩২ ম্যাচে অপরাজিত রইল লিভারপুল।

অ্যানফিল্ডে ম্যাচের মাত্র দুই মিনিটের মাথায় উল্লাসে মাতে ব্রাইটন। বক্সে সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডান পায়ের জোরাল শটে গোলটি করেন ৩৩ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড ওয়েলব্যাক।

ছয় মিনিটের মাথায় ব্রাইটনের ডিফেন্ডার পেরভিস এস্তুপিনানের চ্যালেঞ্জে ডারউইন নুনেজ ডি বক্সের ভেতর পড়ে গেলে পেনাল্টির আবেদন জানায় স্বাগতিক দলের খেলোয়াড়রা। তবে রেফারি তাতে সাড়া দেননি। মিনিট তিনেক পরে সুযোগ পান সালাহ। তবে তার শট লক্ষ্যভ্রষ্ট হয়।

ম্যাচের ২৭তম মিনিটে অবশেষে সমতায় ফেরে স্বাগতিকরা। কর্নারে সালাহর হেড ক্লিয়ার করতে পারেনি ব্রাইটন। তাদের এক ডিফেন্ডারের পায়ে লেগে যাওয়া বল কাছ থেকে ভলিতে জালে পাঠান দিয়াজ। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পেলেও আর এগিয়ে যেতে পারেনি অল রেডরা।

দ্বিতীয়ার্ধে ফেরার পরে আক্রমণের গতি বাড়িয়ে দেয়। ৬৬তম মিনিটে দলকে এগিয়ে নেন সালাহ। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পাস বক্সে ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে জালে পাঠান সালাহ। চলতি আসরে ২৩ ম্যাচে সালাহর গোল হলো ১৬টি।

এরপর ৭১তম মিনিটে সালাহর পাস বক্সে পেয়ে দিয়াজ জালে বল পাঠালেও অফসাইডের কারণে বাতিল হয় গোল। শেষ দিকে ৮১তম মিনিটে দারুণ সেভে ব্যবধান ধরে রাখেন কুইভিন কেলেহার। ফ্রি কিকে লুইজ ডাঙ্কের হেড ঝাঁপিয়ে ঠেকান এই আইরিশ গোলরক্ষক।

বিজ্ঞাপন

এতেই শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে লিভারপুল। ২৯ ম্যাচে ২০ জয় ও ৭ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ৬৭। ২৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে ব্রাইটন।

সারাবাংলা/এসএস

ইপিএল টপ নিউজ লিভারপুল বনাম ব্রাইটন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর