Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলের দল বাড়ানো নিয়ে যা ভাবছে বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৪ ১১:৫০ | আপডেট: ৮ মার্চ ২০২৪ ১১:৫৩

দশম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হলো কদিন আগে। গত কয়েক বারের তুলনায় এবারের বিপিএল ছিল বেশ উপভোগ্য। খুব বড় কোনো বিতর্ক দেখা যায়নি। মাঠের ক্রিকেট এবং দর্শক সাড়াও ছিল প্রশংসনীয়। এদিকে, বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক দুদিন আগে গণমাধ্যমকে বলেছেন, নতুন চারটি দল বিপিএলে অংশ নেওয়ার আবেদন করেছে। তবে এখনই সেই সুযোগ কম বলেছিলেন তিনি।

কারণ হিসেবে জাতীয় দলের ব্যস্ত সূচি এবং বিভিন্ন অবকাঠামোগত প্রতিবন্ধকতার কথা জানিয়েছিলেন তিনি। বিসিবি সভাপতি ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হোসেন পাপনের ভাবনাও তেমনই।

বিজ্ঞাপন

বিপিএলে দল বাড়ানো প্রসঙ্গে মন্তব্য করেছেন পাপন। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, ‘বলা মুশকিল। ২-৩টি ফ্র্যাঞ্চাইজি যোগ হবে কি না… আমাদের সক্ষমতাও দেখতে হবে। প্রথম কথা হচ্ছে, ফ্র্যাঞ্চাইজি যদি যোগ হয় খরচ অনেক বেড়ে যাবে। দ্বিতীয়ত, সময়। একটা টুর্নামেন্টের জন্য যে সময় আমরা পাই… এই সময়ে না করে যদি সময় একটু এদিক সেদিক করতে পারতাম আমরা আরও ভালো ভালো বিদেশি খেলোয়াড় পেতাম। কিন্তু আমাদের উপায় নেই।’

বিসিবি নিশ্চয় দল বাড়াতে চায়, তবে সেটা সময় সাপেক্ষ বলেছেন পাপন। তিনি বলেন, ‘দেখুন বিপিএল শেষ হওয়ার সাথে সাথেই শ্রীলঙ্কার সাথে খেলতে হচ্ছে। আমাদের তো ন্যূনতম একটা বিরতি দিতে হয়। এখন আবার প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। তারপর সামনে আরও সিরিজ, এরপর বিশ্বকাপ। এত সময় পাওয়া কঠিন হবে। তৃতীয়ত, বাইরের ঐ অবকাঠামো নেই। স্টেডিয়াম আছে, আনুষঙ্গিক যে জিনিস দরকার সেই সুযোগ নেই। আমাদের পরিকল্পনা হলো এটাকে আরও বড় করব, সারা বাংলাদেশে নিয়ে যাব। কিন্তু আগামীবারেই হবে কি না বলা কঠিন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

নাজমুল হাসান পাপন বিপিএল ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর