অপরিবর্তিত একাদশ নিয়ে সিরিজ বাঁচানোর লড়াই বাংলাদেশের
৬ মার্চ ২০২৪ ১৭:৪৫ | আপডেট: ৬ মার্চ ২০২৪ ১৮:১৪
শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিরিজ বাঁচানোর ম্যাচের একাদশে কোনো পরিবর্তন নেই তাদের। তবে শ্রীলংকা এক পরিবর্তন এনে একাদশ গড়েছে। বাদ পড়েছেন আকিলা ধনাঞ্জয়া। সুযোগ পেয়েছেন দিলশান মাদুশঙ্কা।
একাদশে তিন পেসার ও দুই স্পিনার রেখেছে বাংলাদেশ। পেস বোলিং আক্রমণে তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের সঙ্গে আছেন মোস্তাফিজুর রহমান। তাঁদের সঙ্গে দুই স্পিনার রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান।
ব্যাটিং অর্ডারে তাওহীদ হৃদয়, লিটন দাস, সৌম্য সরকারদের সঙ্গে দুই ফিনিশার মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক রয়েছেন একাদশে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে এ পর্যন্ত দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে, দুটিতেই হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন।
শ্রীলংকা একাদশ
আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চরিত আসালাঙ্কা (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, মাতিশা পাতিরানা, মাহিশ তিকশানা, বিনুরা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা।
সারাবাংলা/এসএস