প্রয়োজনে হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি
২৬ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৩৫ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৪১
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে অযাচিত এক মন্তব্য করে হইচই ফেলে দিয়েছেন জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এক সাক্ষাৎকারে বিপিএলকে ‘সার্কাস’ উল্লেখ করে হাথুরু বলেছেন, বিপিএলের খেলা সামনে এলে টিভি বন্ধ করে দেই! বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। আচরণবিধি ভঙ্গ করা হলে হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমন কথা বলেন নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘প্রথমে দেখতে হবে সে (চন্ডিকা হাথুরুসিংহে) আচরণবিধি ভঙ্গ করেছে কি-না। আমাদের (বিসিবি) যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব। এটা প্রথম কথা।’
‘দ্বিতীয় কথা, সে কোনো জায়গায় এমন কিছু বলেছে কি-না যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য, সেটা যেইই হোক, ঘরোয়া ক্রিকেট হোক, খেলোয়াড় হোক, বিপিএল হোক, আন্তর্জাতিক ক্রিকেট হোক, যেটা কি-না নেতিবাচক বার্তা বহন করে। তাহলে অবশ্যই তাকে জিজ্ঞেস করা হবে। অবশ্যই শোকজ করা হবে।’- যোগ করেছেন পাপন।
সম্প্রতি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে এক সাক্ষাৎকারে হাথুরুসিংহে বলেন, ‘আমাদের যথাযথ মানের কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটা শুনতে অদ্ভূত লাগবে। তবে বিপিএল যখন দেখি, মাঝে মধ্যে টিভি বন্ধ করে দেই। কিছু খেলোয়াড় আছে যারা কোনো মানেরই নয়।’
সারাবাংলা/এসএইচএস