‘হয় আমাকে পছন্দ করেন না, নয়তো খেলা বোঝেন না’
২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:০১ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২৪
প্রশ্নকর্তার প্রশ্ন শেষ হওয়ার আগেই তাকে থামিয়ে দিলেন বিপিএলে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। তার কণ্ঠে ঝাঁজ। বলে বসলেন, হয় আপনি আমাকে পছন্দ করেন না, না হলে খেলা বোঝেন না!
চলতি বিপিএলে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলেছেন সোহান। মিডল অর্ডারে ব্যাটিং করে ১২ ম্যাচের ৯ ইনিংস ব্যাটিং করে ২৫.৮৭ গড় আর ১৩৫.২৯ স্ট্রাইকরেটে রান করেছেন ২০৭। ফিফটির দেখা পাননি। তবে কয়েকটা ইনিংসে শেষ দিকে ঝড়ো ছোট কয়েকটা ইনিংস খেলেছেন। গত তিন ম্যাচ অবশ্য হাসেনি সোহানের ব্যাটি। গত তিন ম্যাচে তার রান যথাক্রমে- ৫, ২ ও ২।
এই সূত্র ধরেই প্রশ্ন করতে গিয়েছিলেন সাংবাদিক। গত কিছু ম্যাচে আপনি একটু ছন্দহীন আছেন….। তার মাঝেই সাংবাদিককে থামিয়ে দিয়ে কড়া ভাষায় উত্তর দেন নুরুল হাসান সোহান, ‘অফ ফর্ম বলতে…? ব্যাটে রান হচ্ছে না বলতে, আমি কি ১২ ম্যাচের মধ্যে ১২ ম্যাচেই রান করব, ভাইয়া? পাঁচটা ম্যাচে যে অবদান রেখেছি, দেখেছেন? হয়তো আপনি আমাকে পছন্দ করেন না, নাহলে খেলা বোঝেন না।’
‘খেলা বুঝলে অবশ্যই… আমি যে নির্দিষ্ট জায়গায় খেলছি, আপনি পরিসংখ্যান দেখবেন যে কত রান করেছি। দুইশর বেশি রান করেছি। কোন জায়গায় ব্যাটিং করেছি, কিপিংয়ে কী করছি, এগুলো দেখে তারপর প্রশ্ন করা উচিত।’
খুব বেশি রান করতে না পারলেও দল তার কাছে কী চাচ্ছে এবং তিনি সেই কাজটা কতটা করতে পারছেন সেটাই মূখ্য, বলেছেন সোহান। তিনি বলেন, ‘দলের জন্য অবদান রাখার লক্ষ্য থাকে সবসময়। দল আমার কাছে কী চাচ্ছে, আমি ওটা দিতে পারছি কী না… এটাই মূল লক্ষ্য থাকে। ওটাই আসলে করার চেষ্টা করব।’
বিপিএলে এখন পর্যন্ত দুর্দান্ত ফর্মে আছে সোহানের দল রংপুর রাইডার্স। রংপুর এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ৯টিতেই জিতেছে। প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করা দলটা কাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলতে নামবে।
সারাবাংলা/এসএইচএস