Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব হারাতে বসা তুখেলেই ভরসা বায়ার্নের

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:০৮

গেল মৌসুমের মাঝপথেই জুলিয়েন নাগেলসম্যানকে বরখাস্ত করে থমাস তুখেলের কাঁধে তুলে দেওয়া হয় বায়ার্ন মিউনিখের ডাগ আউটের দায়িত্ব। গেল মৌসুমে শেষ পর্যন্ত রোমাঞ্চকরভাবে লিগের শেষ ম্যাচে শিরোপা জিতে নেয় বায়ার্ন। তবে নতুন মৌসুমে এসেই ঘটেছে বিপত্তি। ইতোমধ্যেই জার্মান কাপ থেকে ছিটকে গেছে বাভারিয়ানরা। দাঁড়িয়ে আছে চ্যাম্পিয়ন্স লিগের খাঁদের কিনারে। আর বুন্দেস লিগায় শীর্ষে থাকা লেভারকুজেনের চেয়ে আছে ৮ পয়েন্ট পিছিয়ে।

বিজ্ঞাপন

দলের এমন পারফরম্যান্সের পরেও তুখেলে আস্থা রাখছে বায়ার্ন। নিশ্চিত করেছেন বায়ার্নের প্রধান নির্বাহী।

২০২৩/২৪ মৌসুমের তিনটি শিরোপা হারাতে বসা বায়ার্নের মিউনিখের এখনও ভরসা থমাস তুখেলের ওপরেই। টটেনহ্যাম হটস্পার্স থেকে রেকর্ড অর্থ খরচ করে হ্যারি কেইনকে উড়িয়ে এনেও বেহাল দশা বায়ার্নের। তবে মৌসুমে এখন পর্যন্ত ২৯ গোল আর ৮ অ্যাসিস্ট করে কেইন তার প্রতিদান দিয়ে চলেছেন। দলের

রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে বুন্দেস লিগায় বোকামের কাছে ৩-২ গোলের ব্যবধানে হেরেছে বায়ার্ন। এর আগে লিগ ম্যাচে প্রতিদ্বন্দ্বী বায়ার লেভারকুজেনের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়। আর এর মাঝে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে লাৎজিওর কাছে ১-০ গোলের ব্যবধানে পরাজিত হয়। অর্থাৎ টানা তিন ম্যাচে হেরে কোণঠাসা হয়ে পড়েছে বাভারিয়ানরা।

ফএফএল বোকামের কাছে হারের ম্যাচের শুরুতে জামাল মুসিয়ালার গোলে বায়ার্ন এগিয়ে গেলেও প্রথমার্ধেই হজম করে দুটি গোল। দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান বাড়ে আরও। পরে হ্যারি কেইন গোল করলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি থমাস তুখেলের দল। এই হারের পর লিগ শিরোপা ধরে রাখার লড়াইয়ে আরও পেছনে পড়ে গেছে তারা। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৫০। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লেভারকুজেন।

তবে এমন হারের পরেও তুখেল শিরোপার স্বপ্ন দেখছেন। তিনি বলেন, ‘এখন এটা (শিরোপা) আর খুব বাস্তবসম্মত মনে হচ্ছে না। তবে গত মৌসুমে আমরা শেষ পর্যন্ত বিশ্বাস রেখে গেছি এবং সেটির পুরস্কার পেয়েছি। এবারও আমরা চেষ্টা করে যাব।’

এই পরাজয়ের ধারা ধরেই প্রশ্ন উঠে যাচ্ছে, আগামী সপ্তাহে লাইপজিগের বিপক্ষে ম্যাচে কি তুখেল থাকছেন বায়ার্নের ডাগআউটে? বায়ার্নের প্রধান নির্বাহী জবাব দিলেন সরাসরিই।

বিজ্ঞাপন

‘অবশ্যই তুখেলই থাকছেন। এমনিতে কোচকে প্রবল সমর্থন জুগিয়ে বিবৃতি দেওয়ার রীতির খুব ভক্ত নই আমি। এসব সাধারণত এক সপ্তাহের মধ্যেই বদলে যায়। তবে এই মুহূর্তে কোচের ভবিষ্যৎ নিয়ে আমরা ভাবছি না। পরের ম্যাচগুলিতে মনোযোগ দিতে হবে আমাদের।’

সারাবাংলা/এসএস

থমাস তুখেল বায়ার্ন মিউনিখ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর