শ্রীলংকা সিরিজের দলে নেই সাকিব-তামিম, ফিরলেন মাহমুদউল্লাহ
১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১৮ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২৫
শ্রীলংকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ ও ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সদ্য সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল কোনো দলেই নেই। টি-টোয়েন্টি দলে ফিরেছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন রহস্য স্পিনার আলিস আল-ইসলাম। ইনজুরির কারণে অনেকদিন যাবত ক্রিকেটের বাইরে থাকা আলিস চলতি বিপিএলে দারুণ বোলিং করছেন।
মাহমুদউল্লাহ টি-টোয়েন্টি দলে ফিরলেন প্রায় দেড় বছর পর। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দল থেকে বাদ পরেছিলেন। তার টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়েই প্রশ্ন উঠেছিল। তবে চলতি বিপিএলে দারুণ দুটি ইনিংস খেলা মাহমুদউল্লাহ আরও সুযোগ পেলেন দলে।
গত ওয়ানডে বিশ্বকাপ থেকে চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। চলতি বিপিএলেও সেটা দেখা গেছে। চোখের সমস্যার কারণে বিপিএলের কয়েকটা ম্যাচে ব্যাটিং করেননি সাকিব। তার চোখের সমস্যা যে এখনো আছে একদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তা জানিয়েছেন। মূলত সেই কারণেই দলে নেই সাকিব।
অনেকদিন যাবত জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবাল আদৌ জাতীয় দলে ফিরবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। একদিন আগে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, কিছুদিনের মধ্যে তামিমের সঙ্গে বৈঠক করবে বিসিবি। তারপরই বিষয়টা নিশ্চিত হওয়া যাবে।
শ্রীলংকার বিপক্ষে প্রথমে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা খেলবে বাংলাদেশ, তারপর ওয়ানডে। ৪, ৬ ও ৯ মার্চ টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ১৩, ১৫ ও ১৮ মার্চ ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
টি-টোয়েন্টি দল: নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান, আলিস আল ইসলাম।
ওয়ানডে দল: নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান।
সারাবাংলা/এসএইচএস