দ্বিতীয় পর্বের ইজতেমায় মুশফিকুর রহিম
৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২৬ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২৭
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে শুক্রবার (৯ ফেব্রুয়ারী)। রোববার (১১ ফেব্রুয়ারী) আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হবে এবারের বিশ্ব ইজতেমার শেষ পর্ব।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে পাঁচটায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ইজতেমা ময়দানে প্রবেশ করে।
ময়দানে থেকে অভ্যর্থনা জানান, কাকরাইলের সূরা ওয়াসিফুল ইসলামের ছেলে মুফতি ওসামা ইসলাম ও মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।
অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, আমি চেষ্টা করি ইসলামের কাজ করার জন্য। সুযোগ পেলে চিল্লায় যাওয়ার চেষ্টা করবো। আমি চাই সকল মুসলমান ভাই যেনো ইসলামিক কাজে অংশগ্রহণ করে।
এবারের বিপিএলে অভিজ্ঞতায় পরিপূর্ণ দল গড়েছিল মুশফিক-তামিমদের ফরচুন বরিশাল। তবে ৭ ম্যাচের পর খুব একটা ভালো অবস্থানে নেই দলটি। ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে তামিম ইকবালের দল। রাউন্ড রবিন লিগের বাকি পাঁচ ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে আছে বরিশালের দলটি।
সারাবাংলা/এসএস