Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের বাবুর্চির রান্না খেতে অস্বীকৃতি স্টোকসদের!

স্পোর্টস ডেস্ক
৭ জানুয়ারি ২০২৪ ১৩:১৩ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ১৩:১৮

ভারতে নিজেদের বাবুর্চি নিয়ে যাবে ইংল্যান্ড

পাঁচ ম্যাচের সিরিজ খেলতে এই মাসের শেষভাগে ভারতে পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল। আগের সফরগুলোতে সাধারণত স্থানীয় বাবুর্চিদের হাতের রান্নাই খেয়ে এসেছেন ইংলিশ ক্রিকেটাররা। তবে এবার তেমনটা হচ্ছে না। ইংল্যান্ড দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় নয়, নিজস্ব বাবুর্চির হাতের রান্না খাবেন স্টোকস-রুটরা।

 আরও পড়ুন- ভারতকে টপকে টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া

ইংল্যান্ড দলের সাথে ভারত সফরে সঙ্গী হবেন ম্যানচেস্টারের বাবুর্চি ওমর মেজিয়ান। ২০২২ সালে পাকিস্তান সফরের সময়ও তাকে সফরসঙ্গী করেছিল ইংল্যান্ড। দা টেলিগ্রাফের বরাতে জানানো হয়েছে, ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই নিজেদের বাবুর্চি নিচ্ছে দল, ‘ইংল্যান্ড ভারত সফরে নিজেদের বাবুর্চি নেবে যেন সাত সপ্তাহের লম্বা সফরে কেউ অসুস্থ না হয়ে পড়েন। প্রথম টেস্ট শুরুর আগেই তিনি আমাদের সাথে যোগ দেবেন। তিনি দলের ক্রিকেটারদের পুষ্টির ব্যাপারে খেয়াল রাখবেন।’

ইংল্যান্ড দলের এমন ঘোষণার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি ভারতীয় বাবুর্চিদের হাতের রান্না স্বাস্থ্যসম্মত নয়? ইংল্যান্ড দল অবশ্য জানিয়েছে, তাদের বাবুর্চি আনার সাথে ভারতের স্বাস্থ্যকর রান্নার কোনও সম্পর্ক নেই, ‘ইংল্যান্ড কখনোই ভারতের হোটেল, রান্না কিংবা পরিচ্ছনতা নিয়ে সন্দেহ প্রকাশ করে না। এটা আসলে ওইসব ক্রিকেটারদের জন্য যারা ঝাল, মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে চায়। তারা স্বাস্থ্যকর খাবার খেতেই বেশি আগ্রহী।’

হায়দরাবাদে ২৫ জানুয়ারি শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ভাইজ্যাগ, রাজকোট, রাচি ও ধর্মশালাতে হবে সিরিজের বাকি ৪ টেস্ট।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

ইংল্যান্ড ক্রিকেট টেস্ট বাবুর্চি ভারত রান্না

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর