Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনিজকে বরখাস্ত করল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
৬ জানুয়ারি ২০২৪ ১৪:৩৬

কাতার বিশ্বকাপের ভরাডুবির পরেই তিতেকে ছাটাই করে ব্রাজিল। এরপর অন্তর্বর্তীকালিন কোচ হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হয় ফার্নান্দো দিনিজের কাঁধে। তবে তার অধীনে ব্রাজিলের পারফরম্যান্স ছিল তথৈবচ। দিনিজের অধীনে বিশ্বকাপ বাছাইয়ে খেলা ৬ ম্যাচে ৩ পরাজয় ও আর একটি ড্র দেখেছে ব্রাজিল। জয় ছিল মাত্র দুটি। তাই তো দিনিজের মেয়াদের ছয় মাস বাকি থাকতেই তাকে ছাটাই করে দিল ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। বার্তাসংস্থা রয়টার্সের খবর, নতুন কোচ হিসেবে তাদের পছন্দ সাও পাওলোর কোচ দরিভাল জুনিয়র।

বিজ্ঞাপন

এর আগে কার্লো আনচেলোত্তিকে দলে ভেড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিল ব্রাজিল। তার জন্যই অন্তর্বর্তীকালিন কোচ হিসেবে দিনিজকে নিয়োগ দেয় সিবিএফ। তবে শেষ পর্যন্ত কার্লো রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করলে তার আশা ছেড়ে দিতে হয় ব্রাজিলকে। এরপরই এলো ব্রাজিলের এই সিদ্ধান্ত।

গত জুলাইয়ে জিনিসকে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব দেয় সিবিএফ। ক্লাব দল ফ্লুমিনেন্সের পাশাপাশিই জাতীয় দলের যৌথ দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। তার কোচিংয়ে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ৬ ম্যাচের ৩টিতেই হেরেছে ব্রাজিল, ড্র করেছে ১টিতে।

সিবিএফ প্রেসিডেন্ট এদনাল্দো রদ্রিগেস বৃহস্পতিবার ফ্লুমিনেন্সের সভাপতির সঙ্গে কথা বলে জানান, ২০২৬ বিশ্বকাপের দিকে তাকিয়ে তারা জাতীয় দলের জন্য দীর্ঘমেয়াদি কোচ খুঁজছেন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে জানানো হয় জিনিসকে অব্যাহতি দেওয়ার কথা।

ব্রাজিল সুপ্রিম কোর্টের রায়ে রদ্রিগেজ ফেডারেশন প্রধান হিসেবে ফেরার একদিন পরই দিনিজকে ছাঁটাই করা করা হলো। অথচ ৭ ডিসেম্বর নির্বাচনে দুর্নীতির দায়ে রিও ডি জেনেইরোর একটি কোর্টের রায়ে রদ্রিগেজ ও তার সব কর্মকর্তাদের ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

সিবিএফ জানায়, ‘দরিভাল জুনিয়রের প্রতি আগ্রহের কথা জানিয়ে সিবিএফ প্রেসিডেন্ট এদনাল্দো এর মধ্যেই আলোচনা শুরু করেছেন সাও পাওলোর প্রেসিডেন্ট জুলিও কাসারেসের সঙ্গে। তিনি বলেছেন যে, সিবিএফ দ্রুতই দরিভালকে পেতে চায়, কারণ নতুন মৌসুম শুরু হয়ে যাচ্ছে। জুলিও জানিয়েছেন, তিনি দরিভালের সঙ্গে কথা বলবেন এবং সোমবারের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে।’

বিজ্ঞাপন

৬১ বছর বয়সী দরিভাল ব্রাজিলে ক্লাব কোচিং করাচ্ছেন প্রায় ২২ বছর ধরে। তবে কখনও কোনো জাতীয় দলের দায়িত্ব পালন করেননি তিনি।

সারাবাংলা/এসএস

দিনিজ ব্রাজিল কোচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর