Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিভারপুলকে শীর্ষে তুলে সালাহর চোখ আফ্রিকা জয়ে

স্পোর্টস ডেস্ক
২ জানুয়ারি ২০২৪ ১৫:৪৮

ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত দুর্দান্ত লিভারপুল। এককভাবে শীর্ষে অবস্থান করছে অল রেডরা। যার কৃতিত্ব মোহাম্মদ সালাহর কাঁধেই উঠছে বেশি। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে দুর্দান্ত এক ম্যাচ খেলে দলকে ৪-২ ব্যবধানের জয়ও এনে দিয়েছেন তিনি। যদিও ম্যাচের শুরুতেই পেনাল্টি মিস করেছিলেন এই মিশরীয় মহাতারকা।

তবে শেষ পর্যন্ত এই মিশরীয় ফরোয়ার্ডের নৈপুণ্যেই অ্যানফিল্ডে সোমবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-২ গোলে জিতেছে অল রেডসরা। জোড়া গোলের পাশাপাশি সালাহ কোডি গাকপোর গোলে করেছেন এসিস্ট। লিভারপুলের আরেক গোলদাতা কার্টিস জোন্স। নিউক্যাসলের গোল দুটি আলেক্সান্দার আইজাক ও সভেন বোটমানের পা থেকে।

বিজ্ঞাপন

এ জয়ে ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষ আরও মজবুত করল লিভারপুল। যদিও লিগে এখনও অনেক ম্যাচ বাকি। এ বারের ইংলিশ প্রিমিয়ার লিগ কে জিতবে, তা এখনই বলা সম্ভব নয়। তবে দলটির সাবেক ডিফেন্ডার জেমি ক্যারাঘার তো সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবেই লিভারপুলের নাম ঘোষণা করে দিলেন। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাস্টন ভিলা। এক ম্যাচ কম খেলে তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি পেয়েছে ৪০ পয়েন্ট। ফলে শীতকালীন ছুটিতে যাওয়ার আগে লিভারপুলকে কেউ টপকাতে পারবে না। ২০ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে নয়ে আছে নিউক্যাসল।

লিভারপুলের কোচ জার্গেন ক্লপ বলেন, ‘এই জয়টা খুব স্পেশাল। দারুণ খেলল আমাদের ছেলেরা। খুব চনমনে ভাবে শুরু করেছিলাম আমরা।’

এ ম্যাচের জয়ের নায়ক সালাহকে মিস করবে লিভারপুল। কারণ আফ্রিকা কাপ অব নেশন্সে মিশরের হয়ে খেলতে যাচ্ছেন লিভারপুল ফরোয়ার্ড। নেশন্স কাপের ফাইনাল ১১ ফেব্রুয়ারি। সালাহর মিশর ফাইনালে উঠলে লিগ, এফএ কাপ ও কারাবাও কাপ মিলিয়ে ৮টি ম্যাচে সালাহকে পাবে না লিভারপুল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

আফ্রিকান নেশনস কাপ মিশর মোহাম্মদ সালাহ লিভারপুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর