Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলতি বছরের সর্বোচ্চ গোলদাতা রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৩ ১২:২৯

সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের বিপক্ষে জোড়া গোল করে দল জিতিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এদিন আল নাসের জয় পায় ৫-২ গোলের ব্যবধানে। আর তাতেই গোটা ফুটবল বিশ্বে ২০২৩ সালের সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ইত্তিহাদের বিপক্ষে ম্যাচের ১৯তম মিনিটে রোনালদোর লক্ষ্যভেদ। আর তাতেই ৫২তম গোল করে ছুঁয়ে ফেলেন কিলিয়ান এমবাপেকে। এরপর পর্তুগিজ যুবরাজ ম্যাচের ৬৮ মিনিটে আরও একটি গোল করেন পেনাল্টি থেকে। এতেই এমবাপেকে ছাড়িয়ে ৫৩তম গোল করলেন রোনালদো।

বিজ্ঞাপন

আর তাতেই এ বছর ৫৮ ম্যাচে ৫৩ গোল করেছেন ৩৮ বছর বয়সী রোনালদোর। এ বছর কিলিয়ান এমবাপে, হ্যারি কেইন কিংবা আর্লিং হালান্ডের নেই আর কোনো ম্যাচ। আর তাই তো রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও নেই তাদের।

২০২৩ সালে হ্যারি কেইন (৫৭ ম্যাচে) এবং কিলিয়ান এমবাপের (৫৩ ম্যাচে) গোল ৫২টি করে। অন্যদিকে আর্লিং হালান্ড করেছেন ৫০ গোল।

 

সারাবাংলা/এসএস

আর্লিং হালান্ড আল-নাসর কিলিয়ান এমবাপে ক্রিস্টিয়ানো রোনালদো

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর