Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী টি-টোয়েন্টি দল ঘোষণা কিউইদের

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৩ ০৮:০০

রোববার (১৭ ডিসেম্বর) ভোর রাতে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হয়েছে। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল। ওয়ানডে দলে পরিচিত মুখ না থাকলেও টি-টোয়েন্টি সিরিজে পূর্ণ শক্তির দলই ঘোষণা করল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

বিশ্রাম শেষে টি-টোয়েন্টিতে ফিরছেন নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসনও। তাকে নিয়েই ১৩ সদস্যের দল ঘোষণা করেছে কিউইরা। এ ছাড়াও ফিন অ্যালেন, টিম সাউদি, জিমি নিশামরা আছে টি-টোয়েন্টি সিরিজের দলে। অবশ্য ব্যস্ত বছর কাটানো নিয়মিত ওপেনার ডেভন কনওয়ে এই সিরিজেও বিশ্রাম পাচ্ছেন। চোটের কারণে জায়গা হ্য়নি মিচেল ব্রেসওয়েল, লকি ফার্গুসন, ম্যাট হেনরি ও হেনরি শিপলির। ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজের দলেও নিজেকে বিবেচনা থেকে বিরত রেখেছেন ট্রেন্ট বোল্ট।

বিজ্ঞাপন

দল নিয়ে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘ব্যস্ত একটা বছর আবার একই গ্রুপের সঙ্গে শেষ করতে পারা দারুণ ব্যাপার। এ বছর আমরা ভিন্ন ভিন্ন কন্ডিশনে টি-টোয়েন্টি খেলেছি। এই ব্যাপারটা দেখা দারুণ যে, বড় একটা গ্রুপ দলে অবদান রেখেছে।’

আগামী বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল

কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।

সারাবাংলা/এসএস

টপ নিউজ টি-টোয়েন্টি সিরিজ দল ঘোষণা নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর