জয়ের ধারায় ফিরল সিটি-টটেনহাম
১১ ডিসেম্বর ২০২৩ ১১:০৮ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩ ১১:২৪
টানা তিন ম্যাচে ড্রয়ের পর চতুর্থ ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে হেরেই গিয়েছিল তারা। এমন বেহাল দশা থেকে বের হওয়ার জন্য মরিয়া ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। অবশেষে লুটন টাউনের বিপক্ষে এলো সেই কাঙ্ক্ষিত জয়। নবাগত লুটনের মাঠে পিছিয়ে পরেও দারুণভাবে ফিরে এসে ২-১ গোলের জয় পেয়েছে পেপ গার্দিওলার দল। সিটির জয়ের রাতে জয়ের ধারায় ফিরেছে টটেনহামও, নিউক্যাসেল ইউনাইটেডকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্পার্স। সিটি, টটেনহাম জিতলেও নিজেদের ম্যাচে এভারটনের কাছে ২-০ গোলে হেরেছে এবারের মৌসুমে ধুঁকতে থাকা চেলসি।
১৯৯৯ সালের পর প্রথমবারের মতো লুটনের মুখোমুখি হয়েছিল সিটি। প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই লুটনকে চাপে রেখে সিটি ফুটবলাররা। সিটিজেনদের বেশ কয়েকটি গোলের সুযোগ ভেস্তে দিয়েছেন লুটন কিপার থমাস কামিন্সকি। স্রোতের বিপরীতে হাফ টাইমের ঠিক আগে সিটিকে চমকে দিয়ে এগিয়ে যায় লুটন। যোগ করা সময়ের ২ মিনিটের মাথায় টোওসেন্ডের দারুণ এক পাসে বল জালে জড়ান এলিজাহ আদেবায়ো। একরাশ হতাশা আর পয়েন্ট হারানোর শঙ্কা নিয়ে মাঠ ছাড়ে সিটি।
দ্বিতীয়ার্ধে অবশ্য দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে সিটি। একের পর এক আক্রমণে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করে সিটি। ফলাফল আসে ৬২ মিনিটে। রদ্রির বাড়ানো বলে প্রথমবারের মতো লুটন কিপারকে পরাস্ত করেন বার্নান্দো সিলভা। তিন মিনিট পরেই আবার সিটির আঘাত। হুলিয়ান আলভারেজের দুর্দান্ত এক পাসে বল পান জ্যাক গ্রিলিশ। এবারও তাকে আটকাতে পারেনকি কামিন্সকি। গ্রিলিশের এই গোলেই শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় পায় সিটি। ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে চারে আছে সিটি। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে নেমে গেছে লুটন।
সিটির মতো জয়ের ধারায় ফিরেছে টটেনহাম। রিচার্সলিনের জোড়া গোলে ঘরের মাঠে নিউক্যাসেলকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্পার্স। পুরো ম্যাচে টটেনহামের সামনে দাঁড়াতেই পারেনি এই মৌসুমে ভালো ফর্মে থাকা নিউক্যাসেল। ২৬ মিনিটে উডোগির গোলে এগিয়ে যায় টটেনহাম। ৩৮ মিনিটে গোল পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্সলিন। ৬০ মিনিটে আবারও বল জালে জড়িয়ে দলের জয় অনেকটাই নিশ্চিত করেন রিচার্সলিন। ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ৪-০ ব্যবধানে স্পার্সকে এগিয়ে দেন হিউ মিন সন। অতিরিক্ত সময়ে নিউক্যাসেলের জোলিনটনের গোল শুধু ব্যবধানই কমিয়েছে। এই জয়ে ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে আছে টটেনহাম, সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ৭ম অবস্থানে নেমে গেছে নিউক্যাসেল।
সিটি ও টটেনহাম জিতলেও এভারটনের কাছে হেরেছে চেলসি। পুরো মৌসুমজুড়েই ধুঁকতে থাকা এভারটন আছে অবনমনের শঙ্কায়। চেলসির বিপক্ষে মহামূল্যবান পয়েন্টের জন্যই মাঠে নেমেছিল তারা, সেই লক্ষ্যে সফলও হয়েছে এভারটন। এভারটনের মাঠে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। ৫৪ মিনিটে এভারটনকে এগিয়ে দেন আবদুলায়ে ডকুর। ৯২ মিনিটে লুইস ডবিনের গোলে জয় নিশ্চিত করে এভারটন। মূল্যবান তিন পয়েন্টের সুবাদে ১৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে উঠে এসেছে এভারটন। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে নেমে এসেছে চেলসি।
সারাবাংলা/এফএম
ইপিএল চেলসি টটেনহাম টপ নিউজ নিউক্যাসেল ফুটবল ম্যানচেস্টার সিটি