Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শচীনের অনুপ্রেরণায় জাদরানের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
৭ নভেম্বর ২০২৩ ১৯:০৩

এবারের আগে মাত্র দুটি বিশ্বকাপ খেলেছে আফগানিস্তান। ওই দুই বিশ্বকাপসহ এবারের সাত ম্যাচ, আফগান ব্যাটাররা কখনোই ছুঁয়ে দেখেন তিন অংকের মাইলফলক। অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপের আফগানদের হয়ে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন ইব্রাহিম জাদরান। দুর্দান্ত এই সেঞ্চুরির পর জাদরান বলেছেন, ম্যাচের আগে কিংবদন্তী শচীনের পরামর্শেই আজ এমন ইনিংস খেলেছেন তিনি।

গতকাল মুম্বাইতে আফগানদের অনুশীলনের সময় উপস্থিত হয়েছিলেন শচীন। আফগান ক্রিকেটারদের সাথে বেশ খানিকটা সময় কাটিয়েছেন তিনি। শচীনের থেকে পাওয়া পরামর্শ আজকের সেঞ্চুরিতে দারুণ কাজে এসেছে বলেই মনে করেন জাদরান, ‘গতকাল শচীনের সাথে অনেক সময় ধরে কথা হয়েছে। তিনি তার অভিজ্ঞতার অনেক কিছু আমার সাথে আলোচনা করেছেন। এই অভিজ্ঞতা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। অভিজ্ঞতার কথাগুলো আমাকে বলার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। এটা আমাকে অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে।‘

বিজ্ঞাপন

১৪৩ বলে ১২৯ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন জাদরান। আফগানদের হয়ে বিশ্বকাপের প্রথম সেঞ্চুরির কীর্তি গড়ে দারুণ খুশি তিনি, ‘বিশ্বকাপে আফগানদের হয়ে প্রথম সেঞ্চুরি করলাম। আমি আরও অনেক সেঞ্চুরি করতে চাই। এই টুর্নামেন্টের জন্য আমি অনেক পরিশ্রম করেছি। পাকিস্তানের বিপক্ষে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছি। আমার মনে হচ্ছিল পরের তিন ম্যাচের একটিতে সেঞ্চুরি পাবোই। পিচ ভালোই ছিল। উইকেট হাতে থাকলে ৩০০-৩৩০ রান করতে পারতাম। তবে শেষদিকে রশিদের ইনিংসটা দারুণ ছিল। আমাদের লক্ষ্যই ছিল এমন একটা স্কোর করে সেটাকে ডিফেন্ড করা।’

শেষ পর্যন্ত কি জাদরানের সেঞ্চুরি করার এই ঐতিহাসিক দিনে আরেকটি জয়ের ইতিহাস গড়বে আফগানরা?

বিজ্ঞাপন

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম/এসএস

অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ইব্রাহিম জাদরান ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ শচীন টেন্ডুলকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর