Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক
৪ নভেম্বর ২০২৩ ১১:৩২

চোটটা এমন ভয়ানক হবে, সেটা হয়ত কেউই ভাবেননি। শেষ পর্যন্ত সকল শঙ্কাকে সত্যি করে বিশ্বকাপ শেষ হয়ে গেলো ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। বাংলাদেশের বিপক্ষে পাওয়া গোড়ালির ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি। পান্ডিয়ার বদলে দলে যোগ দেবেন নবাগত পেসার প্রাদিস কৃষ্ণ।

পুনেতে বাংলাদেশের বিপক্ষে বোলিংয়ে এসে প্রথম ওভারেই একটি বল পা দিয়ে আটকাতে গিয়ে বাম পায়ের গোড়ালিতে আঘাত পান পান্ডিয়া। সেই ম্যাচে আর মাঠে দেখা যায়নি তাকে। স্ক্যানের পর জানা যায়, গোড়ালিতে বেশ ভালোই আঘাত পেয়েছেন তিনি। এরপর থেকেই আর একাদশে ফিরতে পারেননি পান্ডিয়া। কবে সুস্থ হয়ে ফিরবেন, সেই ব্যাপারেও সঠিক বলতে পারছিলেন না ভারতের কেউই।

বিজ্ঞাপন

দুদিন আগে অবশ্য জানা গিয়েছিল, গ্রুপ পর্বের শেষ ম্যাচে কিংবা সেমিফাইনালেই সুস্থ হয়ে ফিরছেন পান্ডিয়া। তবে আজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে, পান্ডিয়ার বিশ্বকাপ শেষ। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আরও অনেক সময় লাগবে তার।

পান্ডিয়ার জায়গায় স্কোয়াডে এসেছে নবাগত পেসার কৃষ্ণ। মাত্র ১৯টি ওয়ানডে খেলা এই তরুন পেসারকে সবশেষ দেখা গিয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগেই দলের সাথে যোগ দেবেন তিনি।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ হার্দিক পান্ডিয়া

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর