Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হঠাৎ বিশ্বকাপ ছেড়ে দেশে ফিরে গেলেন মার্শ

স্পোর্টস ডেস্ক
২ নভেম্বর ২০২৩ ১১:০১

টানা চার জয়ে যখন আত্মবিশ্বাসের তুঙ্গে অস্ট্রেলিয়া, ঠিক তখনই আসছে একের পর এক ধাক্কা। ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে গলফ খেলতে গিয়ে আহত হওয়া গ্লেন ম্যাক্সওয়েলকে পাচ্ছে না অস্ট্রেলিয়া, নিশ্চিত হওয়া গিয়েছিল গতকালই। আজ জানা গেলো, ব্যক্তিগত কারণে বিশ্বকাপের মাঝপথেই দেশে ফিরে গেছেন অজি ব্যাটার মিচেল মার্শ।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিতে ওঠার মহারণের আগে অজি শিবিরে দুসংবাদের হিরিক লেগেছে। ম্যাক্সওয়েলের আকস্মিক ইনজুরির পর গতকাল রাতে অস্ট্রেলিয়া ফিরে গেছেন মার্শ। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্শ এই বিশ্বকাপে আর খেলবেন কিনা সেটা নিশ্চিত নন তারাও, ‘ব্যক্তিগত কারণে মার্শ দেশে ফিরে গিয়েছে। সে কবে ভারতে ফিরবে এই ব্যাপারে আমরা নিশ্চিতভাবে কিছু জানাতে পারছি না। এই মুহূর্তে তার দেশে ফেরার কারণও বিস্তারিতভাবে কিছু জানা যায়নি।‘

বিজ্ঞাপন

ম্যাক্সওয়েল ও মার্শের মতো নিয়মিত একাদশে থাকা দুই ক্রিকেটারকে হারিয়ে ভালো বিপাকে পড়েছে অজিরা। এই মুহূর্তে স্কোয়াডে ফিট ক্রিকেটারের সংখ্যা তাই মাত্র ১৩ জন! ইংলিশদের বিপক্ষে একাদশে ফিরতে পারেন মার্কাস স্টোয়নিস ও শন অ্যাবট। মার্শ না থাকায় তিন নম্বরে ব্যাটিংয়ে ফিরবেন স্টিভ স্মিথ।

মার্শের বদলি হিসেবে কেউ দলের সাথে যোগ দেবেন কিনা সেই ব্যাপারেও নিশ্চিতভাবে জানাতে পারেনি অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম/এসএস

অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ মিচেল মার্শ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর