Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাগ্য বাংলাদেশের সহায় হয়নি: মিরাজ

স্পোর্টস ডেস্ক
১ নভেম্বর ২০২৩ ১০:৫০

সেমিফাইনালে খেলার আশা কার্যত শেষ হয়ে গিয়েছিল আগেই। গতকাল পাকিস্তানের কাছে হেরে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। টুর্নামেন্টজুড়েই বাজে পারফরম্যান্সের কারণে সমালোচিত হয়েছেন সাকিব-মিরাজরা। গতকাল টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ বলছেন, ভাগ্য বাংলাদেশের সহায় হয়নি।

প্রথম ম্যাচে আফগানদের সহজে হারিয়ে বিশ্বকাপের শুভ যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। তবে ওই শেষ, এরপর টানা ছয় ম্যাচে হার নিয়েই মাঠ ছেড়েছেন সাকিবরা। শুধু হার নয়, কোনো ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা। বিশেষ করে টপ, মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতা বাজেভাবে চোখে পড়েছে সবারই। বোলিংয়েও সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি তাসকিন-মিরাজরা।

বিজ্ঞাপন

ভাগ্য এই টুর্নামেন্টে বাংলাদেশের পাশে ছিল না উল্লেখ করে মিরাজ বলেন, ‘এরকমটা আসলে হওয়ার কথা ছিল না। আমরা গত তিন বছরে দারুণ খেলেছি ওয়ানডেতে। আসলে ভাগ্য কোনোভাবেই আমাদের সাহায্য করেনি। আমরা যেখানেই শট খেলেছি সেটা সোজা ফিল্ডারদের হাতে গিয়েছে, সহজ ক্যাচ হয়েছে। খারাপ ভাগ্য না থাকলে আসলে এমনটা হয় না। বোলারদের ক্ষেত্রেও একই ঘটনা। এমন টানা হারের পর হতাশা আসবেই। খেলায় হার জিত আছেই, এটা আমাদের মেনে নিতেই হবে।’

সেমির যে ক্ষীণ আশা বাকি ছিল, কাল শেষ হয়ে গেছে সেটাও। সঙ্গে অনেকটাই ফিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনাও। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলতে পারলে সেটা বাংলাদেশ দল ও সাংবাদিকদের জন্যও বড় একটা ধাক্কা বলেই মানছেন মিরাজ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারা একটা বড় ব্যাপার। যদি শেষ পর্যন্ত আমরা কোয়ালিফাই না করতে পারি সেটা খুবই কষ্ট দেবে। এটা আমাদের দেশের সাংবাদিকদেরও কষ্ট দেবে কারণ তারা টুর্নামেন্ট কভার করতে পারবেন না!’

শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই ম্যাচে কি ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকেট পাবেন সাকিব-মিরাজরা?

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম/টিআর

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশ ক্রিকেট দল মেহেদি হাসান মিরাজ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর