Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবের যে রেকর্ডে ভাগ বসালেন কোহলি

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২৩ ১৩:২২

হিমাচল প্রদেশের ধর্মশালায় নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত থেকে গেছে ভারত। এদিন মোহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ের পর হেসেছে বিরাট কোহলির ব্যাটও। তবে ম্যাচ ভারত জিতলেও একটি হতাশা রয়েই গেছে। বিরাট কোহলি মাত্র পাঁচ রানের জন্য বঞ্চিত হয়েছেন টানা দ্বিতীয় সেঞ্চুরি থেকে। শতক ছুঁতে না পারলেও সাকিব আল হাসানের রেকর্ডে ভাগ বসিয়েছেন কোহলি।

২০২৩ বিশ্বকাপে এখন পর্যন্ত ৫টি করে ম্যাচ খেলেছে ভারত ও নিউজিল্যান্ড। যার মধ্যে ভারত প্রতিটি ম্যাচই জিতেছে রান তাড়া করে। ৩ ফিফটি ও ১ সেঞ্চুরিতে ১১৮ গড়ে ৩৫৪ রান করে ২০২৩ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন কোহলি। গতকাল ৯৫ রান করে বিশ্বকাপে ১২টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে সাকিব ও কুমার সাঙ্গাকারার সঙ্গে যৌথভাবে দুইয়ে আছেন কোহলি। ওয়ানডে বিশ্বকাপে সাকিব ২ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ১০ ফিফটি।

বিজ্ঞাপন

২০১৯ বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেন সাকিব। সাঙ্গাকারা ৫ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৭ ফিফটি। যার মধ্যে ২০১৫ সালে বিশ্বকাপ ইতিহাসে একমাত্র ব্যাটার হিসেবে টানা চার ম্যাচে সেঞ্চুরির কীর্তি গড়েন সাবেক লংকান ব্যাটার। আর ভারতীয় ব্যাটার বিশ্বকাপে করেন ৩ সেঞ্চুরি ও ৯ ফিফটি। যেখানে এবারের বিশ্বকাপে পাকিস্তান (১৬ রান) ছাড়া বাকি চার ম্যাচেই ৫০ ছাড়িয়েছে কোহলির ইনিংস। অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে খেলেছেন ৮৫,৫৫ ও ১০৩ রানের তিনটি দুর্দান্ত ইনিংস। বাংলাদেশের বিপক্ষে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বিরাট কোহলি সাকিব আল হাসান

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর