আমলাকে টপকে রেকর্ডের চূড়ায় গিল
২২ অক্টোবর ২০২৩ ২১:২৩ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ ১৩:০৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত না হলে হয়তো রেকর্ডটা আরও দ্রুতই ছুঁয়ে ফেলতে পারতেন। জ্বর থেকে সুস্থ হয়ে ফেরার পরেও নিজের চেনা ফর্মে এখনো ফিরতে পারেননি। তবুও রেকর্ডটা নিজের করে নিলেন ভারতের তরুণ ওপেনার শুভমান গিল।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দুই হাজার রানের রেকর্ড গড়েছেন গিল। ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৩১ বলে ২৬ রানের ইনিংস খেলে ওই রেকর্ড গড়েন ডানহাতি ব্যাটার গিল। ৩৮ ইনিংসে দুই হাজার (২০১২) রান করেছেন। তার আগে সবচেয়ে কম ৪০ ইনিংসে দুই হাজার রান করেছিলেন সাবেক দক্ষিণ আফ্রিকার ব্যাটার হাশিম আমলা।
৪৫ ইনিংসে দুই হাজার ওয়ানডে রান করার কীর্তি আছে চার ব্যাটারের। তাদের একজন ৭৬ বছর বয়সী পাকিস্তানি ব্যাটার জহির আব্বাস। ৪৫ ইনিংসে দুই হাজার রান করলেও ৬২ ম্যাচের ৬০ ইনিংসে ৭ সেঞ্চুরি ও ১৫ ফিফটিতে জহির ২ হাজার ৫৭২ রানে ক্যারিয়ার শেষ করেন।
এছাড়া সাবেক ইংলিশ ব্যাটার কেভিন পিটারসন ৪৫ ইনিংসে দুই হাজার ওয়ানডে রান পূর্ণ করেন। অন্য দু’জন ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলছেন। যাদের একজন পাকিস্তানের বাবর আজম ও দক্ষিণ আফ্রিকার রসি ভ্যান ডার ডুসেন।
শুভমান গিলের আগে ভারতের হয়ে দ্রুততম দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন শেখর ধাওয়ান। দুই হাজার রান করতে ধাওয়ান খেলেছিলেন ৪৮ ইনিংস। এছাড়া বিরাট কোহলির লেগেছিল ৫৩ ইনিংস।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস